-678a11841169a.jpg)
কারিনা কাপুর। ছবি: সংগৃহীত
সাইফ আলী খানের ওপর হামলার পর থেকে অনেক রহস্য বের হয়ে আসছে।
অনেকে মতে সাইফের মতো হামলা হতে পারে বলিউডের আরও দুই প্রভাবশারী অভিনেতার ওপর। তারা
হলেন শাহরুখ খান ও সালমান খান।
এদিকে সাইফের ওপর হামলায় কারিনা কাপুর
অত্যন্ত উদ্বিগ্ন দুই সন্তানের নিরাপত্তা নিয়ে। বৃহস্পতিবার দুপুরে যখন অভিনেত্রী
লীলাবতী হাসপাতালে পৌঁছান, তখন দেখা
যায় কারিনার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তাদের বান্দ্রার ‘সৎগুরু শরণ’
বাসভবনেও কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার দিনভর চেষ্টার পর
শেষমেশ সাইফ আলি খানের হামলাকারীর ছবি প্রকাশ্যে এল।
সিসিটিভি ফুটেজ সূত্রেই শনাক্ত করে আক্রমণকারীর খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে
মুম্বাই পুলিশ।
অভিযুক্তর ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
পুলিশি সূত্রে খবর, আপৎকালীন জানালা ব্যববহার
করেই সাইফ-কারিনার বাড়িতে প্রবেশ করে
ওই ব্যক্তি।
সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তকে ধরতে মাঠে
মুম্বাই পুলিশের ১০টি টিম। খুব শিগগিরিই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে বলে
খবর। এই হামলার নেপথ্যে শুধুই ডাকাতি নাকি অন্য কোনও কারণ রয়েছে, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্রের খবর, এখনও
পর্যন্ত ২৫-৩০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সেটা দেখেই পুলিশের অনুমান,
হামলার কয়েক ঘণ্টা আগে অভিযুক্ত বাড়ির ভিতরে উপস্থিত ছিল। তাহলে
কি সরষের মধ্যেই ভূত? সাইফ-কারিনার
বাংলোরই কোনও কর্মীর পূর্বপরিচিত ওই ব্যক্তি? প্রশ্ন উঠেছে।
ইতিমধ্যেই বাড়ির কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ফরেনসিক টিম গিয়েও নমুনা
সংগ্রহ করে এসেছে এদিন সকালে। সইফ মামলায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চের তরফে সাতটি
বিশেষ টিমের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। বান্দ্রা থানায় একটি অভিযোগও দায়ের করা
হয়েছে এবং পুরোদমে তদন্ত চলছে।