-679cb29d0ee59.jpg)
শাহরিয়ার নাজিম জয়। চবি: সংগৃহীত
শাহরিয়ার নাজিম জয়। কাজ দিয়ে যতটা আলোচনায় আসেন তার চেয়ে
বেশি সমালোচিতও হয়েছেন। বিশেষ করে ৫ই আগষ্ট সরকার পরিবর্তনের পর সোশ্যাল মিডিয়ায় তিনি
বেশ কটাক্ষ্যের মুখে পড়েন।
তবে এরইমধ্যে তিনি অনেকটা নিজেকে ভিন্ন ভাবে প্রকাশ করছেন।
সোশ্যাল মিডিয়াতে ক্যারিয়ারের বেশ কিছু ভুল নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন।
এদিকে এবার তিনি বর্তমান সময়ে বিভিন্ন আন্দোলন নিয়ে নিজের
ওয়ালে ক্ষোভ প্রকাশ করেছেন। আজ বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি জানান, ‘রক্ত গরম হওয়া কখনো কখনো ভালো। কিন্তু অতিরিক্ত গরম শরীরকে পুড়িয়ে দিতে
পারে।’
তিতুমির কলেজ নিয়েও তিনি কথা বলেন। তার ভাষ্য, ‘তিতুমীর কলেজের দাবী হয় আজি মেনে নেন । না হয় থামিয়ে দেন।’
জয় তার পোস্টে আন্দোলন নিয়ে লেখেন, ‘সবার
সব দাবি কি মেনে নেওয়া সম্ভব? সব আন্দোলন কি সফল হয়? সবাই যদি ভাবে আন্দোলন করলেই
দাবি পূরণ হয় এবং আন্দোলন ছাড়া দাবি পূরণ হয় না তাহলে তো আন্দোলনে সবাই নামবে। দুইদিন
পর পর আন্দোলনের কারণে রাস্তায় জন-দুর্ভোগ। সাধারণ মানুষের করুণ দশা।’
তিনি আরও লেখেন, ‘অথচ বর্তমান নেতৃত্বে
থাকা এবং ভবিষ্যতে নেতৃত্বে আসতে পারে এমন সম্ভাবনাময় সবাই তো বলছে সবকিছুই জনগণের ভালোর জন্য। রাস্তাঘাটে দুর্ভোগে থাকা
মানুষগুলো কি জনগণ না? আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির কিংবা
অবহেলার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার খেসারত কি জনগণ দিচ্ছে না? জনগণের সাথে কেউ কেউ কি ক্ষমতা এবং গায়ের জোর দেখাচ্ছেন না? রাস্তায় কিংবা কর্মক্ষেত্রে ?
গণতন্ত্রে জনগণই ক্ষমতার উৎস। জনগণ আসলে কারা? কাদের ভালোর জন্য এত আয়োজন? নাকি ভদ্র সাধারন
জনগণের কোন ক্ষমতা নেই বলে গুরুত্ব ও নেই?’