
জনপ্রিয় অভিনেত্রী অপি করিম দীর্ঘ সময় অভিনয়ে নিয়মিত নন। গল্প ও চরিত্র পছন্দ হলে মাঝেমধ্যে তাকে নাটকে দেখা যায়। তবে এবার ঈদে ‘উৎসব’ সিনেমা দিয়ে দর্শকের সঙ্গে ছিলেন তিনি। এদিকে গানের পাশাপাশি অভিনয় করছেন তাহসান।
এই দুই তারকাকে এবার একসঙ্গে পর্দায় নিয়ে আসছেন নির্মাতা সাগর জাহান। সম্প্রতি তারা একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন। এই বিজ্ঞাপনের মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করছেন অপি করিম ও তাহসান। তাদের সঙ্গে আরো আছেন সাদিয়া তানজিন, রাই রাজন্য ও মেহেজাবিন নূর। শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার হবে।
নির্মাতা সাগর জাহান বলেন, ‘অপি ও তাহসান দুজনের সঙ্গেই আগে কাজ করার অভিজ্ঞতা আছে। তবে তাদের দুজনকে এই প্রথম একসঙ্গে নিয়ে কাজ করার সুযোগ হলো। সিনেপ্লেক্স করপোরেশন লিমিটেডের চেংহুং এসির বিজ্ঞাপনে তারা মডেল হয়েছেন।’
অপি বলেন, ‘সাগর জাহানের সঙ্গে বহু বছর নাটকে কাজ করিনি। নতুন বিজ্ঞাপনে কাজ করতে এসে তা একবারও মনেই হয়নি। আগের মতোই বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই তার সঙ্গে বিজ্ঞাপন চিত্রটির কাজ শেষ করেছি।’