
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। আমির খান প্রযোজিত ও অভিনীত ছবি ‘সিতারে জমিন পার’-এর মূল নায়িকা হিসেবে আছেন তিনি। ছবিতে আমিরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী।
নতুন করে ফেরার মধ্যেই জেনেলিয়া এখন সমালোচনায় ভাসছেন। তার বহু পুরোনো একটি বিজ্ঞাপনের ভিডিও হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে সময়ে এই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছিল, সেই সময় এই বিজ্ঞাপনটি নিয়ে এতটাই হইচই পড়ে গিয়েছিল যে বিজ্ঞাপনটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন কোম্পানির কর্মকর্তারা। সোশ্যাল মিডিয়ায় এটি আবার ভাইরাল হয়েছে।
বিজ্ঞাপনে দেখা যায়, সুট-প্যান্ট পরে একেবারে আপাদমস্তক বিমানচালকের বেশে বিমান চালাচ্ছেন বিরাট কোহলি। হঠাৎ সেখানে হাজির বিমানসেবিকা জেনেলিয়া। কেবিনে ঢুকেই দরজা বন্ধ করে বিরাটের পাশে বসে পড়লেন অভিনেত্রী, শুরু হলো ঘনিষ্ঠ মুহূর্ত।
কিছদিন আগেই আহমেদাবাদে বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে গেল, সেখানে বিজ্ঞাপনের পুরোনো এই ভিডিওটি পুনরায় ছড়িয়ে পড়ায় কিছুটা অস্বস্তিতে পড়েছেন সবাই। একজন বিমানচালক এবং বিমান সেবিকার মধ্যে এই সম্পর্কের সমীকরণ দেখেও কিছুটা ক্ষুব্ধ দর্শক।
এমন ভিডিও একদিকে যেমন মনে করিয়ে দেয় বিমান দুর্ঘটনার কথা, অন্যদিকে কিছুদিন আগেই অবনীত কৌরের ছবিতে বিরাটের লাইক করার বিষয়টিও উঠে আসে। পুরোনো এই বিজ্ঞাপনের দৃশ্য দেখে অনেকে আবার এও বলছেন, হতেও পারে সত্যি সত্যি বিরাট অন্য অভিনেত্রীর পোস্টে লাইক করেছিলেন। অল্প বয়সের এই বিজ্ঞাপনের দৃশ্য আরো একবার যে বিরাটকে অস্বস্তিতে ফেলবে, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
তবে শুধু বিরাট নন, এমন একটি বিজ্ঞাপনে কাজ করার জন্য কটাক্ষের শিকার হলেন জেনেলিয়াও। অভিনেত্রীর রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলে অনেকেই বলেন, ‘এমন মানসিকতা নিয়ে আপনি কিভাবে মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রীর পরিবারের বউমা হয়েছেন? বিষয়টি অনেক আগের হলেও এখন এই পুরোনো প্রসঙ্গ নিয়েই বিরাট ও জেনেলিয়াকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন নেটিজেনরা।’ ষ বিনোদন ডেস্ক