Logo
×

Follow Us

বিনোদন

শীর্ষে যাওয়ার স্বপ্ন দেখছেন জিম

Icon

তারেক মোহাম্মদ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৩:৩০

শীর্ষে যাওয়ার স্বপ্ন দেখছেন জিম

অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম।

চলতি প্রজন্মের ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। নাচের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। কাজ করেছেন বিজ্ঞাপনচিত্রেও। বছরখানেক ধরে অভিনয়ে নিয়মিত হয়েছেন জিম। 

সম্প্রতি সকাল আহমেদের ‘দোষটা কার’ নাটকে অভিনয় করে সাড়া ফেলেছেন এই গ্ল্যামারকন্যা। তার বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। প্রচারের প্রথম দিনেই ছুঁয়েছে মিলিয়ন ভিউ। গতানুগতিক ধারার বাইরে একটি চরিত্রে অভিনয় করেছেন জিম। তার ভাষ্য, ‘ভালো লাগছে। আগেও আমার নাটক মিলিয়ন ভিউ হয়েছে। তবে এত দ্রুত হয়নি। তাই ভালো লাগার মাত্রাও বেশি।’

তিনি আরো বলেন, ‘এ নাটকে আমি রুহি চরিত্রে অভিনয় করেছি। চরিত্রে নেগেটিভ শেড আছে। এ জন্য দর্শক কমেন্ট বক্সে বকাও দিচ্ছে। অভিনয়শিল্পী হিসেবে এটিই আমার সার্থকতা। এমন চরিত্রে অভিনয় করা চ্যালেঞ্জিং ছিল। দর্শক ভালোভাবে নিয়েছে সেটি বোঝা গেছে।’

স্বল্প সময়ের ক্যারিয়ারে জিম অভিনয় করেছেন চলতি সময়ের আলোচিত অভিনেতাদের বিপরীতে। তাকে দেখা গেছে আবু হুরায়রা তানভীর, শাশ্বত, পার্থ শেখ, মনোজ প্রামাণিক, সোহেল মণ্ডল, শাওন প্রমুখের বিপরীতে।

নিজের নাটক দেখে ভুল বের করে শুধরে নেন জিম। তার ভাষ্যে, ‘নিজের নাটক দেখলে সন্তুষ্টি আসে না। মনে হয় এটা এভাবে হতে পারত, ওটা ওভাবে করতে পারতাম। চেষ্টা করি, পরবর্তী কাজে তা শুধরে নেওয়ার।’

জিমের কাছে সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসছে হরদম। তিনি এ বিষয়ে জানালেন, ‘যে ধরনের গল্প আসছে তার জন্য আমি প্রস্তুত নই। আমি বাণিজ্যিক ঘরানার সিনেমা করতে চাই। আর ভালো গল্প ও চরিত্র পেলে ওটিটিতেও কাজ করব।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও পরিবেশনা বিভাগে পড়াশোনা করছেন জিম। পড়াশোনার পাশাপাশি বর্তমানে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘যত্ন’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এ নাটকটিতেও তার বিপরীতে আছেন আরশ খান। এদিকে শিগগিরই জিমের প্রাণ আপের নতুন বিজ্ঞাপনচিত্র প্রচারে আসবে। 

সবশেষে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন জিম। তার ভাষ্য, ‘আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠছি। নিজেকে শীর্ষস্থানীয় একজন অভিনেত্রী হিসেবে দেখতে চাই আগামী দিনে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫