
কাজী নওশাবা আহমেদ।
জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। জুলাই গণ-অভ্যুত্থানে রাজপথ ও সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন তিনি। শোবিজের যে কজন তারকা এ সময়ে সম্মুখভাগে ছিলেন তাদের মধ্যে অন্যতম এই অভিনেত্রী। এর আগেও রাজপথে দেখা গেছে নওশাবাকে। ২০১৮ সালে সড়ক নিরাপদ আন্দোলনকে কেন্দ্র করে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন।
এরই মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি হচ্ছে। এ সময়ে যে স্বপ্ন নিয়ে রাজপথে ছিলেন তার কতটা প্রতিফলন হয়েছে বলে মনে করেন তিনি?
নওশাবা বলেন, ‘আমার কাছে জুলাই মানে একতা, কিন্তু এখন সেই একতা দেখছি না। তবে আমি খুবই আশাবাদী একজন মানুষ। সব সময় আশা নিয়েই বাঁচি। আমি মনে করি, যাদের ওপর আমরা আস্থা এনেছি, তারা আমাদের সে বিশ্বাসের মূল্য দেবেন।’
নওশাবার ভাষ্য, ‘আমরা একাত্তর দেখিনি, কিন্তু এই জুলাই দেখেছি। এ সময়ে দেখেছি কত মানুষ জীবন দিয়েছেন, কত মানুষ হাত-পা হারালেন। এসব দেখার পর নিশ্চয় কোনো দেশপ্রেমিক তার দেশের ক্ষতি চাইবেন না।’
এদিকে ওটিটিতে মুক্তি পেয়েছে নওশাবা অভিনীত ‘কানাগলি’ শিরোনামের একটি ওয়েবসিরিজ। এটি পরিচালনা করেছেন আহমেদ জিহাদ। প্রায় দুই বছর আগে এটির শুটিং শেষ করেন তিনি। এতে অভিনেত্রী এক সঙ্গে পজেটিভ ও নেগেটিভ দুই চরিত্রে অভিনয় করেছেন।
এর আগে নওশাবাকে দেখা গেছে নুহাশ হুমায়ূনের ‘২ ষ’ সিরিজে। এটি গেল বছর মুক্তি পেয়েছে। এরপর কেটে গেছে প্রায় ১১ মাস। নতুন কোনো কাজে দেখা যায়নি তাকে। কিন্তু কেন? উত্তরে তিনি বলেন, ‘আমি জানি না কেন আমাকে কেউ ডাকেনি। আগে হয়তো অনেকের ভয় ছিল আমাকে নিয়ে কাজ করার। এখন কেন ডাকে না, সেটির উত্তর আমার কাছে নেই। তবে আমি নিরাশ নই। এ ছাড়া আমি দুঃখ বিক্রি করেও চলতে চাই না।’
তিনি আরো বলেন, ‘ক্যামেরার সামনে কাজ না থাকলেও আমি নিয়মিত কাজের মধ্যেই আছি। আগামী মাসে থিয়েটারে আমার নির্দেশনায় একটা কাজ আসবে। সেটি নিয়ে ব্যস্ত আছি। আমি যেহেতু চারুকলাতে পড়ালেখা করেছি, তাই আমার কাজের আরো অনেক অপশন আছে। সত্যি বলতে, আমি সব সময় শিল্পচর্চার মধ্যেই থাকি।’
জুলাই বিপ্লবের পর নতুন করে গঠন করা হয় বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট বোর্ড। সেই বোর্ডের সদস্য করা হয় নওশাবাকে। অভিনেত্রী এখন সেটি নিয়েও ব্যস্ত আছেন বলে জানান।