Logo
×

Follow Us

বিনোদন

সিনেমা পেরিয়ে

বুবলী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৫:২২

বুবলী

‘মিস বুবলী’, ‘আগুন লাগাইও’, ‘সুরমা সুরমা’, ‘তুমি আমার জীবন’, ‘মেঘের নৌকা’সহ বেশ কিছু হিট গানে পারফর্ম করতে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী বুবলীকে। এই গানগুলোর নাচ ও কথা ছড়িয়ে পড়ে সাধারণ দর্শকের মাঝেও। 

বুবলী এবার নাচলেন ‘ময়না’ শিরোনামের একটি গানে। এটা কোনো সিনেমার গান নয়; বড় বাজেটে ফিল্মি স্টাইলে নির্মিত একটি মিউজিক ভিডিও। আর এতে বুবলীর সঙ্গে নাচতে দেখা গেল অভিনেতা শরাফ আহমেদ জীবনকেও। 

গানটি গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান। আর প্রথম গানেই চমকে দিয়েছেন বুবলী। এরমধ্যে সামাজিক মাধ্যমে গানটি ছড়িয়ে পড়েছে। ‘ময়না’ শিরোনামের গানটি গেয়েছেন সংগীতশিল্পী কোনাল ও নিলয়। আসিফ ইকবালের কথায় এর সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। এ গানটির মাধ্যমেই প্রথমবার সিনেমার বাইরে এমন প্রজেক্টে হাজির হলেন বুবলী। সিনেমার বাইরে কেন এমন একটি গানের মডেল হিসেবে যুক্ত হলেন বুবলী? প্রশ্ন রাখলে নায়িকা বলেন, ‘বলতে পারেন এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। এর আগে সিনেমার অনেক গানে নেচেছি। এবার মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটি এতটাই পার্টি মুডের যে গানটি একবার শুনলেই নাচতে ইচ্ছা করে। পুরোপুরি নাচের গান। মনে হয়েছে, স্টেজে সব সময় যেটা পারফর্ম করা যায়, এমন একটি গান আমারও থাকা উচিত। সে হিসাব করেই সিনেমার বাইরে হলেও গানটিতে পারফর্ম করেছি।’ 

২৯ জুলাইয়ে গানচিল মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে মিউজিক ভিডিওটি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫