
বলিউড অভিনেত্রী রানী মুখার্জি
তিন দশকের দীর্ঘ অভিনয় জীবনে প্রথমবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন অভিনেত্রী রানী মুখার্জি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই সম্মাননা পেলেন। ১ আগস্ট ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়।
এই পুরস্কার জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় রানী তার অর্জনটি বিশ্বের সব মাকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, ‘আমি এই জাতীয় পুরস্কার বিশ্বের অসাধারণ মায়েদের উৎসর্গ করছি। মায়ের ভালোবাসার মতো আর কিছু নেই। সন্তানকে রক্ষা করার জন্য একজন মায়ের যে অদম্য শক্তি, তার তুলনা হয় না।’
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ চলচ্চিত্রটি তার হৃদয়ের খুব কাছের উল্লেখ করে রানী বলেন, ‘সিনেমাটি একজন ভারতীয় অভিবাসী মায়ের গল্প, যিনি তার সন্তানের জন্য একটি দেশের বিরুদ্ধে লড়েছিলেন, যা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। এই জয় এবং এই ছবিটি আমার কাছে খুবই আবেগপূর্ণ ও ব্যক্তিগত।’
৩০ বছরের ক্যারিয়ারে এটিই তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ বিষয়ে তিনি বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে আমি আমার পুরো ক্যারিয়ারে অবিশ্বাস্য কিছু ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি এবং সেগুলোর জন্য অনেক ভালোবাসা পেয়েছি।’