
তামান্না
মনে আছে কী ঢালিউডের জনপ্রিয় নায়িকা তামান্নাকে। নব্বই দশকের শেষের দিকে যে কজন নায়িকা আলোচনায় আসেন, তাদের মধ্যে অন্যতম তিনি। নির্মাতা শহিদুল ইসলাম খোকনের ‘ভণ্ড’ সিনেমার মধ্য দিয়ে দারুণ জনপ্রিয়তা পান তিনি। সে সময়ের জনপ্রিয় অভিনেতা রুবেলের বিপরীতে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান এই গ্ল্যামার কন্যা।
তবে এক দশকের বেশি সময় তিনি সিনেদুনিয়ায় নেই। একটি বিজ্ঞাপনের মডেল হয়েই মিডিয়ায় যাত্রা শুরু করেন অভিনেত্রী। এরপর ‘ত্যাজ্যপুত্র’ সিনেমায় প্রথম নাম লেখান। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘পাগল তোর জন্য রে’। ‘ভন্ড’ সিনেমার কল্যাণে অনেকের কাছে তামান্না প্রিয় হয়ে ওঠেন। তার সাবলীল অভিনয়ে দর্শকও দারুণ মুগ্ধ হয়েছে।
‘আমার প্রতিজ্ঞা’, ‘মুখোশধারী’, ‘তুমি আমার ভালবাসা’, ‘অশান্তির আগুন’ ও ‘সন্ত্রাসী বন্ধু’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেন তামান্না। অভিনেত্রী জানান, তার সময়ের জনপ্রিয় প্রায় সব নায়কের বিপরীতেই একটি করে সিনেমায় তিনি অভিনয় করেছেন। শুধু ঢালিউড কিং শাকিবের বিপরীতেই টানা তিনটি সিনেমায় তাকে দেখা গেছে।
তামান্না বর্তমানে সুইডেনে বসবাস করছেন। শোবিজে আসার আগেও তিনি সুইডেনে ছিলেন। ২০১৪ সালে ফের সুইডেনে উড়াল দেন তিনি। তার ভাষ্য, ‘ছোটবেলা থেকেই আমি সুইডেনে ছিলাম। এরপর কাজের জন্য অনেক দিন দেশে থাকা হয়েছে। পরবর্তী সময়ে এখন আবার পরিবারের সঙ্গে এখানেই বাস করছি।’ সুইডেনে তিনি ‘হ্যাপি সিন অ্যান্ড ফিল্ম’ নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন।
সিনেমা ছাড়লেন কেন তামান্না? এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি শুরু থেকেই আমার মতো চলেছি। সিনেমার মানুষের ভাষা বুঝতে পারতাম না। কীভাবে তাদের সঙ্গে মিশতে হয়, কিংবা সবার সঙ্গে সখ্য রেখে চলার মতো বিষয়টি আমার মাথায় ছিল না। এ ছাড়া সিনেমা থেকে সরে আসার পেছনে ব্যক্তিগত কিছু বিষয়ও ছিল। তবে এখন উপলব্ধি হয় আসলে সেগুলো আমার ভুল সিদ্ধান্ত ছিল। সিনেমা থেকে সরে আসা আমার উচিত হয়নি।’