
শারমিন আঁখি
কাজে ফিরলেন অভিনেত্রী শারমিন আঁখি। সম্প্রতি বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ফিকশন ‘ফাইভ গো ওয়াইল্ড’। রাহাত কবির পরিচালিত এই ফিকশনে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন তিনি। বছর দুয়েক আগে শুটিং হাউসের দুর্ঘটনায় আহত হয়েছিলেন এই নায়িকা। আস্তে আস্তে ছন্দে ফিরছেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। যে ধারাবাহিকতায় প্রথমবার তাকে আইটেম গানে দেখা গেছে নতুন ফিকশনে।
উচ্ছ্বসিত কণ্ঠে আঁখি জানালেন, অনেক ভালো সাড়া পাচ্ছেন। দর্শক এবারই প্রথম কোনো আইটেম গানে তাকে দেখেছে। তার ভাষ্য, ‘কেউ কেউ বলছে, গানটি দেখার জন্যই ফিকশনটি দেখেছে। ভালো লাগছে দর্শকের ভালোবাসা পেয়ে।’
আঁখি ধীরে ধীরে সেরে উঠছেন। তার মাঝে আইটেম গানে অংশগ্রহণ করা চ্যালেঞ্জিং ছিল তার জন্য। সে কথা জানিয়ে বললেন, “‘ফাইভ গো ওয়াইল্ড’-এ কাজের কথা ছিল না। চিত্রনাট্য লেখার সময় একদিন রাহাত জানতে চাইল, কাজটি করতে পারব কি না। এভাবেই কাজটি করা হয়েছে। আমার চরিত্রটি ছিল চট্টগ্রামের। আইটেম গানটিও ছিল চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়।”
আইটেম গানের বিষয়ে আঁখি জানালেন, ‘১০ দিন রিহার্সেল করেছি। সকাল থেকে বিকেল পর্যন্ত স্টুডিওতে গিয়ে প্র্যাকটিস করেছি। অনুশীলনে তেমন কষ্ট হয়নি। কিন্তু ক্যামেরার সামনে গিয়ে বুঝেছি আইটেম গানে পারফর্ম করা কত কঠিন।’ শুরুতে দ্বিধাদ্বন্দ্বে ভুগেছেন, আত্মবিশ্বাস এসেছে পরে। তিনি বলেন, ‘প্রথমে আত্মবিশ্বাস ছিল না। নাচের মুদ্রাগুলো আয়ত্তে আসার পর মনে হলো নাচটি করতে পারব। আত্মবিশ্বাস এসেছে, চেষ্টা করলে সব করতে পারি।’
প্রথমবার আইটেম গানে পারফর্ম করেছেন। আগামী দিনে আবার দেখা যাবে কি না-এমন প্রশ্নে আঁখির উত্তর, ‘চরিত্রের প্রয়োজন হলে আইটেম গান করতে পারি। কিন্তু শুধু আইটেম গার্ল হবার ইচ্ছা নেই।’
সবশেষে কাজের পরিকল্পনা প্রসঙ্গে আঁখি বললেন, নতুন করে কাজ শুরু করেছি। বিশেষ কাজ করছি। গৎবাঁধা কাজে আগ্রহ পাই না। ওটিটি বা ফিল্মে ভালো কাজের প্রস্তাব এলে কাজের ইচ্ছা আছে। সত্যি বলতে যে কাজে আনন্দ নেই, সে কাজ করতে ইচ্ছা করে না।