Logo
×

Follow Us

বিনোদন

আলমগীর-শাবানা জুটির অবিশ্বাস্য যাত্রা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৭:০৯

আলমগীর-শাবানা জুটির অবিশ্বাস্য যাত্রা

বাংলা সিনেমার অন্যতম একটি জুটি আলমগীর-শাবানা। এই জুটির সিনেমা মানেই দর্শকের কাছে আবেগ, হাসি ও কান্না। ‘দস্যুরানী’ সিনেমা দিয়ে তারা প্রথমবার জুটি বাঁধেন। আলমগীর ও শাবানা জুটি হয়ে প্রায় ১২৬টি সিনেমায় অভিনয় করেছেন। 

মান সম্মান, মায়ের দোয়া, মরণের পরে, অস্বীকার, গরিবের বউ, ভাত দে, ক্ষমা, মিথ্যার মৃত্যু, অন্ধ বিশ্বাস, জজ ব্যারিস্টার, রাগ অনুরাগসহ অনেক হিট সিনেমা তারা উপহার দিয়েছেন। তবে আলমগীর ও শাবানা ভক্তদের অনেকেরই জানা নেই, এ জুটির শততম ও শেষ ছবি কোনটি?

এই জুটির শততম সিনেমা হলো ‘সংসারের সুখ-দুঃখ’। এটি পরিচালনা করেছেন মনোয়ার খোকন। এ সিনেমায় সে সময় আরো অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী ও মৌসুমী। ছবিটি মুক্তি পায় ১৯৯৫ সালে।

সাম্প্রতিক দেশকালকে ওমর সানী বলেন, ‘আমরা শুরুতে জানতাম না এটি আলমগীর সাহেব ও শাবানা ম্যাডামের শততম সিনেমা। পরবর্তী সময়ে তাদের বিশেষভাবে উইশ করা হয়। এটি সে সময়ের বিগ বাজেটের একটি সিনেমা ছিল। সিনেমার বেশ কিছু সংলাপ দর্শকের মধ্যে ছড়িয়ে পড়েছিল। সিনেমাটিও সে সময় দারুণ ব্যবসা করে।’

আলমগীর ও শাবানা জুটির শেষ সিনেমা হলো ‘ঘরে ঘরে যুদ্ধ’। এটি মুক্তি পায় ২০০০ সালে। এ সিনেমার পরিচালক আজিজুর রহমান। এরপর সিনেমা থেকে বিদায় নেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা। দুই যুগের বেশি সময় সিনেমায় নেই তিনি। ষ বিনোদন প্রতিবেদক


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫