
৭৪ বছর বয়সী রজনীকান্তের রুপালি পর্দার জাদু যে এখনো অব্যাহত, তা বক্স অফিসের আয় দেখেই বোঝা যাচ্ছে। এই তারকার অভিনয় জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তি পেয়েছে ‘কুলি’ ছবিটি। ১৪ আগস্ট সর্বভারতীয় স্তরে মুক্তি পায় বিগ বাজেটের এই ছবিটি।
ইতিহাসের সেরা তামিল ছবির হিসেবে এরই মধ্যে বিবেচিত ‘কুলি’। উদ্বোধনী দিনে বিশ্বব্যাপী ১৫১ কোটি টাকা আয় করে সিনেমাটি। এটি যেকোনো তামিল ছবির সবচেয়ে বড় উদ্বোধন, যা লোকেশ কনগরাজের আগের ছবি ‘লিও’কেও হারিয়েছে। বিজয় অভিনীত ছবিটি গত বছর উদ্বোধনী দিনে ১৪৩ কোটি রুপি আয় করেছিল। ২০২৫ সালের সর্বোচ্চ আয় করা তামিল ছবি ‘কুলি’ দুই দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি রুপি আয় করেছে। যার মধ্যে ভারতের বাজার থেকে আয় হয়েছে ১১৮ কোটি রুপি। এটি অজিত কুমারের ‘গুড ব্যাড আগলি’কেও ছাপিয়ে গেছে, যা ছিল এই বছরের সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমা। এটি ২৪৮ কোটি রুপি দিয়ে তার বক্স অফিস দৌড় শেষ করেছিল। এ ছাড়া ‘কুলি’ প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিস রেকর্ড ভেঙেছিল। ছবিটি তার উদ্বোধনী দিনে ১০৯ কোটি রুপির টিকিট বিক্রি করে, যা যেকোনো তামিল ছবির জন্য সর্বোচ্চ।
কুলি এখন বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপির দিকে আর ভারতের বক্স অফিসে ২০০ কোটি রুপির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। এমনকি সিনেমাটি শাহরুখ খানের ‘জওয়ানে’র চেয়েও দ্রুত ৩০০ কোটির ঘরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে, যা সারা ভারতে ছবিটিকে নিয়ে তৈরি ক্রেজের প্রমাণ। লোকেশ কনগরাজের ‘কুলি’ ছবিতে রজনীকান্ত আছেন নাম ভূমিকায়।
‘কুলি’ মুক্তির আগে রজনীকান্ত ট্রেলার ও অডিও লঞ্চে এসে একের পর এক ব্যক্তিগত গল্পে মুগ্ধ করেন উপস্থিত সবাইকে। নিজের বয়স ও শারীরিক সীমাবদ্ধতা নিয়েও হালকা ঠাট্টা করেন রজনী। কোরিওগ্রাফার স্যান্ডিকে উদ্দেশ করে বললেন, ‘প্রথম গানে ও বলল, একেবারে উড়িয়ে দিন। আমি বললাম, দেখো ভাই, আমি ১৯৫০ সালের মডেল, অনেক দূর দৌড়েছি জীবনে। যন্ত্রপাতি বদলেছে বহুবার! অত চাপ দিয়ো না, একটু সাবধানে নিয়ো!’