Logo
×

Follow Us

বিনোদন

নতুন আলোয় পূর্ণিমা বৃষ্টি

Icon

তারেক মোহাম্মদ

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১১:৫৫

নতুন আলোয় পূর্ণিমা বৃষ্টি

মডেল-অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি

এ প্রজন্মের মডেল-অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। মডেলিং ও উপস্থাপনায় সাবলিল এ তন্বী তরুণী মনোযোগ দিয়েছেন অভিনয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে সেখান সেলিম পরিচালিত নাটক ‘পালিয়ে বিয়ে’। এতে পূর্ণিমা বৃষ্টির বিপরীতে জুটি বেঁধেছেন নাফিস আহমেদ। সামনে আসছে তার আরো কিছু নাটক।

পূর্ণিমা বলেন, “নাফিসের সঙ্গে জুটি দর্শক পছন্দ করছে। ফেসবুকে শুটিংয়ের সময় বিয়ের দৃশ্যের ছবি পোস্ট করেছিলাম। সবাই ভেবেছিল আমরা সত্যিই বিয়ে করেছি। শ্রীমঙ্গলে শুটিং করেছি ‘পালিয়ে বিয়ে’র। তার সঙ্গে ‘কিছু বলতে চাই’ শিরোনামে আরো একটি নাটক আসবে। এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। এটিও দর্শক পছন্দ করবে বলে আমার বিশ্বাস।”

অন্যান্য কাজ প্রসঙ্গে বৃষ্টির ভাষ্য, ইদানীং আমি বিজ্ঞাপনচিত্রে বেশি কাজ করছি। তবে যেটিই করি না কেন, বুঝে-শুনে করছি। টেলিভিশন নাটকও নিয়মিত করছি। গল্প ভালো হলে চরিত্র নিয়ে কাজ করা যায়। 

পূর্ণিমার সাম্প্রতিক আরেকটি কাজ ‘দূরে কাছে কোথাও’। নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন এলান। তিনি এ প্রসঙ্গে বলেন, ইয়ামিন এলান ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো। তিনি অভিনয়ের জায়গা দেন যথেষ্ট। সামনে আরো কিছু কাজ আসবে। প্রতিটি কাজই একটির চেয়ে অন্যটি আলাদা।

চলচ্চিত্রে কাজের বিষয়ে এ মডেলকন্যা বলেন, ‘ভালো চিত্রনাট্য ও গল্প পেলে চলচ্ছিত্রে কাজ করব। সংখ্যার চেয়ে গুণের প্রতি নজর দিতে চাই। এমন চলচ্চিত্রে কাজ করতে চাই, যেটি ক্যারিয়ারে ছাপ রেখে যাবে।’

সম্প্রতি পূর্ণিমা বৃষ্টির গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্র ‘অ্যাডস অব দ্য ওয়ার্ল্ড’ প্ল্যাটফর্মে জায়গা করে নিয়েছে। এ বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজের কাজের স্বীকৃতি পেতে দেখতে দারুণ লাগে, যা আরো ভালো কাজের অনুপ্রেরণা জোগায়।  

প্রসঙ্গত, পূর্ণিমা অভিনীত সৌরভ কুণ্ড পরিচালিত ‘গিরগিটি’ ছবিটি মুক্তির মিছিলে রয়েছে। যেখানে তার বিপরীতে আছেন এ বি এম সুমন। এর আগে ‘ঢাকা ড্রিম’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫