
টেইলর সুইফট
হলিউড পপ তারকা টেইলর সুইফট তার প্রেমিক ট্র্যাভিস কেলসের সঙ্গে এনএফএল তারকার শো, নিউ হাইটসে যোগ দেন। এই পর্বটি ১৩ আগস্ট প্রচারিত হয়েছে। তারিখটি ইচ্ছা করেই বেছে নেওয়া হয়েছে কি না তা স্পষ্ট নয়। তবে সম্ভবত এটিই হতে পারে, কারণ সুইফটের ১৩ নম্বরটির সঙ্গে একটি ইতিহাস রয়েছে। এখন তার পডকাস্টও চলতি মাসের ১৩ তারিখে প্রচার হয়েছে। ১৩ ডিসেম্বর তার জন্ম; ১৩ তারিখ তিনি ১৩ বছর বয়সে পা রাখেন; ১৩ সপ্তাহে তার প্রথম অ্যালবামটি সোনালি হয়ে ওঠে এবং ২০০৯ সালে ফিয়ারলেস ট্যুরের সময় এই গায়িকা তার হাতে ‘১৩’ আঁকেন। সুইফটের প্রথম হিট গানটি ১৩ সেকেন্ডের একটি সূচনা ছিল এবং তার সবচেয়ে উল্লেখযোগ্য ট্র্যাকগুলো প্রায়ই ট্র্যাক ১৩-তে স্থান পায়। সুইফট সম্প্রতি চারটি মহাদেশে ১৩টি নতুন মোমের মূর্তি পেয়ে ইতিহাসও তৈরি করেছেন।
এমটিভিতে এক কথোপকথনে সুইফট এই নম্বরের সঙ্গে তার সংযোগ সম্পর্কে মুখ খুলেছিলেন। তার ভাষ্য, ‘আমার সঙ্গে ১৩ নম্বরের তাৎপর্য আছে। আমি প্রতিটি অনুষ্ঠানের আগে আমার হাতে এটি আঁকি। কারণ ১৩ আমার সৌভাগ্যের নম্বর। এটি সত্যিই অদ্ভুত। মূলত যখনই আমার জীবনে ১৩ আসে তখনই এটি একটি ভালো জিনিস হয়ে ওঠে।’