Logo
×

Follow Us

বিনোদন

করপোরেট দুনিয়ায় ছাপ রাখতে চান সুমি

Icon

তারেক মোহাম্মদ

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১১:৩৪

করপোরেট দুনিয়ায় ছাপ রাখতে চান সুমি

অভনিত্রেী শাহনাজ সুমি

অন্য অভিনয়শিল্পীদের চেয়ে একটু হলেও আলাদা শাহনাজ সুমি। ক্যারিয়ারের শুরু থেকেই মেপে মেপে প্রজেক্ট বাছাই করছেন তিনি। যে কারণে তার পর্দা উপস্থিতি কম।
সুমির ভাষ্য, ‘গত তিন মাস কোনো কাজ সে অর্থে করিনি। গ্র্যাজুয়েশন শেষ করলাম। টানা ১৭ বছর পড়াশোনা করেছি। এবার করপোরেটে তার ছাপ রাখতে চাই। যেভাবে নাচ থেকে অভিনয়ে এসেছি।’

সুমি অভিনীত সর্বশেষ তিনটি ওয়েব ফিকশন-‘অন্ধকারের আলো’, ‘মোবারকনামা’ ও ‘বুকের মধ্যে আগুন’। তিনটি ফিকশনে তিন ধরনের চরিত্রে দর্শকের সামনে এসেছেন সুমি। তিনি বলেন, “ওটিটির কাজগুলো থেকে যায়। দর্শক তার সুবিধাজনক সময়ে দেখে নিতে পারে। তিনটি কাজের মধ্যে ‘মোবারকনামা’ আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। নিজেকে অভিনেত্রী হিসেবে মেলে ধরতে পেরেছি। অন্য কাজগুলোও ভালো ছিল। সব কাজ নিয়েই দর্শকের চমৎকার প্রতিক্রিয়া পেয়েছি। দর্শক আমাকে নয়, চরিত্রকে মনে রেখেছে।”

চরিত্রের মাঝে নিজেকে হারিয়ে ফেলছেন সুমি। তার ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি অনিয়মিত। দর্শকের সঙ্গে দূরত্ব এ জন্যই কি বেড়ে যাচ্ছে? সুমি বললেন, ‘কাজের প্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। ঠিক যতটুকু প্রয়োজন। রোজ পোস্ট করে সোশ্যাল মিডিয়ার অভিনয়ে ঢুকতে চাই না।’
সুমি এখন অব্দি তিনটি সিনেমায় অভিনয় করেছেন-‘ইতি তোমারই ঢাকা, ‘পাপ পূণ্য’ ও ‘দামাল’। ফের কবে সিনেমায় দেখা যাবে জানতে চাইলে জানালেন, ‘দর্শকের কাছে পৌঁছানোর জন্য সিনেমা বড় মাধ্যম। তিনিও চান সিনেমায় অভিনয় করতে। বাড়াবেন কাজের পরিধি।’

গত রোজার ঈদে বিটিভিতে ছায়াছন্দ উপস্থাপনা করেছিলেন সুমি। পছন্দের অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনায় হাতেখড়ি হয়েছে তার। সুমি উচ্ছ্বসিত গলায় বললেন, ‘ছোট থেকে ছায়াছন্দ দেখে বড় হয়েছি। আমার পরিবারেও সিনেমার গান খুব পছন্দের। ভাবতাম আমার কোনো গান হয়তো কোনো দিন বাজবে। কিন্তু নিজে উপস্থাপনা করব ভাবিনি। উপস্থাপনা এত মজা তা বুঝতে পারিনি। আগামী দিনে বিশেষ কোনো অনুষ্ঠান হলে উপস্থাপনা করব।’
সবশেষে কাজের খবর জানিয়ে সুমি বললেন, একটি সিরিজ নিয়ে কথা হচ্ছে। এ বছরের শেষে শুটিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫