
অভিনেত্রী বাঁধন
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তিনি অনেকটাই খোলামেলা কথা বলেন। অনেকেরই অজানা, লাক্স তারকা হওয়ার আগে বিবাহিত ছিলেন বাঁধন। মাত্র ১৯ বছর বয়সে মা-বাবার সিদ্ধান্তে তিনি বিয়ে করেন। তবে সে বিয়ে খুব বেশিদিন টেকেনি।
বিয়ের সেই দিনগুলো বাঁধনের জন্য খুব বেশি কুৎসিত ছিল বলে মন্তব্য করেন তিনি। এমনকি সেই সময় তিনি সুইসাইডের মতো ভয়ংকর পরিকল্পনাও করেছিলেন। বাঁধন বলেন, ‘আমার ১৯ বছরের বিয়েটা ছিল মা-বাবার অধিক ভালোবাসার বহিঃপ্রকাশ। আমাকে অনেক বেশি কেয়ার করতে গিয়ে তারা বিয়ের মতো সিদ্ধান্তে যান। তবে সেটি আমার জন্য খুব ভালো কিছু ছিল না। সে বিয়ের পর আমাকে রিহ্যাব সেন্টার পর্যন্ত যেতে হয়েছে। সেখানে যাওয়ার মধ্য দিয়ে সে বিয়ের ইতি টানা হয়।’
এরপর ২০০৬ সালে লাক্স তারকা হওয়ার মধ্য দিয়ে বাঁধনের জীবনের নতুন অধ্যায় শুরু হয়। এই প্ল্যাটফর্ম তাকে নতুনভাবে জন্ম দিয়েছে। পরবর্তী সময়ে অল্প সময়ে এই অভিনেত্রী ছোটপর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। তবে টিভি নাটকের চেয়ে বাঁধন এখন শুধু সিনেমা আর ওটিটির দিকেই বেশি মনোযোগী।
২০২১ সালে তিনি ‘রেহানা মরিয়ম নুর’ সিনেমা দিয়ে দেশে ও দেশের বাইরে ব্যাপক প্রশংসা কুড়ান। এরপর সিনেমাতেই অভিনেত্রী মনোযোগী হয়ে ওঠেন। পাশাপাশি ওটিটিতেও প্রবেশ করেন। ভারতের পশ্চিমবঙ্গের ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ সিরিজ, হিন্দি ছবি ‘খুফিয়া’য় তিনি অভিনয় করেন। তাকে সর্বশেষ গেল ঈদে সানি সারোয়ারের ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমায় দেখা গেছে। এতে বাঁধনের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
এর মধ্যে বাঁধন নতুন কাজের খবর দেননি। তার হাতে নতুন কোনো কাজ নেই। গত এক বছর এই অভিনেত্রী নতুন কাজ ছাড়া আছেন। কিন্তু কেন? উত্তরে বলেন,
‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে আমরা নতুন একটি দেশ পেয়েছি। সে সময় আমার নতুন কিছু কাজের কথা হয়। সেগুলোর প্রযোজক ছিলেন সব ফ্যাসিস্ট সরকারের লোকজন। সরকার পরিবর্তনের পর তারা কেউ আমাকে কাজে নিচ্ছেন না। অবশ্য তারা কাজও করছেন না।’