Logo
×

Follow Us

বিনোদন

ফটোশুটেই খ্যাতি অ্যানিস্টনের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৭

ফটোশুটেই খ্যাতি অ্যানিস্টনের

হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন

হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন সম্প্রতি ভ্যানিটি ফেয়ারের কভার স্টোরিতে জায়গা করে নিয়েছেন তার অ্যাপল টিভি শো ‘দ্য মর্নিং শো’র নতুন মৌসুম প্রচারের জন্য। এই স্টোরিতে কেবল জেনিফারের সৌন্দর্য এবং তারকা শক্তির প্রশংসাই করা হয়নি; বরং তার ঘনিষ্ঠদের কথাও উঠে এসেছে। যাদের মধ্যে ছিলেন গুইনেথ প্যালট্রো, জিমি কিমেল ও জেসন বেটম্যান। 

কিন্তু দীর্ঘদিনের সমালোচক মেগান কেলি এই সাক্ষাৎকারে ভণ্ডামির গন্ধ পেয়েছেন। ফক্স নিউজের সাবেক এই অ্যাঙ্কর অ্যানিস্টনের সমালোচনা করে বলেন, ‘অ্যানিস্টন একসময় গণমাধ্যম ও ট্যাবলয়েডকে ধুয়ে দিতেন। বিশেষ করে ব্র্যাড পিটের সঙ্গে তার আলোচিত বিচ্ছেদের আগে-পরে। কিন্তু এখন স্বেচ্ছায় সেই একই সিস্টেমকে উৎসাহিত করছেন।’

কেলি সাংবাদিক মউরিন ক্যালাহানের সঙ্গে তার শোর শুরুতেই অ্যানিস্টনের অবস্থানকে ভণ্ডামি বলে উল্লেখ করেন। পডকাস্ট হোস্ট কেলি আরো বলেন, ‘অ্যানিস্টন খ্যাতি পেয়েছেন মূলত ম্যাগাজিন কভার, অর্ধনগ্ন ফটোশুট আর সাক্ষাৎকার দিয়ে। যেগুলো ছিল সব সময় মিডিয়ায় টিকে থাকার কৌশল।’

ব্র্যাড পিটের নামও টেনে আনেন কেলি। তার ভাষায়, অ্যানিস্টনের ক্যারিয়ার ‘ফ্রেন্ডস’র পর তারকা পিটকে বিয়ে করার মাধ্যমে আরো উজ্জ্বল হয়েছিল। সেই সম্পর্কই তাকে কোটি টাকার বিলাসী জীবনে পৌঁছে দিয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫