
নাজিরা মৌ ছবি : সংগৃহীত
কথা ছিল ২০২৪ সালে সিনেমায় পা রাখবেন ছোট পর্দার প্রিয় মুখ নাজিরা মৌ। দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পিছিয়ে যায় সে সম্ভাবনা। তবে এক বছর পর বড় পর্দায় দেখা মিলছে এই অভিনেত্রীর। ১২ সেপ্টেম্বর তার অভিনীত ও সোয়াইবুর রহমান রাসেল পরিচালিত ‘নন্দিনী’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। আনন্দ ও ভয় দুটোই কাজ করছে মৌয়ের। তার ভাষ্য, ‘মুক্তির দিন যতই কাছে আসছে ভয়ের মাত্রা বাড়ছে। আমাকে দর্শক কীভাবে গ্রহণ করবে তা ভেবে ভয় পাচ্ছি।’
পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। ২০২১ সালে পাঁচ দিনের শুটিং করেন মৌ। ডাবিং শেষ করেন ২০২৩ সালে। তার বিপরীতে আছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত।
কাজের অভিজ্ঞতা জানিয়ে মৌ বলেন, ‘সকাল হওয়ার আগে মেকআপম্যান বাসায় চলে আসতেন। ফজরের পর শুটিং স্পটে চলে যেতাম। ইন্দ্রনীলের সঙ্গে বেশির ভাগ দৃশ্য ছিল সূর্যের আলোয়। কষ্ট করতে হয়েছে অনেক। রাসেল ও তার টিমের জন্য কঠিন কাজ সহজ হয়ে গিয়েছিল।’
মৌ জানান, ‘নন্দিনী’ তার স্বপ্নের জায়গা। এতে একটি মেয়ের জীবনের গল্প তুলে ধরা হয়েছে। ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, ‘গল্প, সহশিল্পী ও টিম যদি ভালো হয় তাহলে অবশ্যই কাজ করব। আমার কাছে বাণিজ্যিক সিনেমার প্রস্তাব আসছে। আর এখন নাটক তেমন একটা করছি না। এ পর্যায়ে এসে মাসে পাঁচ দিন সময় দিয়ে কাজ করা সম্ভব। আগের মতো মাসে ২৫ দিন কাজ আর সম্ভব নয়। তা ছাড়া পার্লারের ব্যবসা আছে। আমি একজন কসমোটোলজিস্ট। সবকিছু মিলিয়ে আগের মতো অভিনয়ের ব্যস্ততা আর সম্ভব নয়।’