
টাইটানিক সিনেমার পোস্টার
অ্যানিমে দুনিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেমন স্লেয়া’ জাপানের বক্স অফিসে আরেকটি ইতিহাস গড়ল। জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ চলচ্চিত্রকে পিছিয়ে দিয়ে দেশটির সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে ‘ডেমন স্লেয়ার : কিমেটসু নো ইয়াইবা দ্য মুভি-ইনফিনিটি ক্যাসল।’ ১২ সেপ্টেম্বর উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে ছবিটি। ক্রাঞ্চিরোল সাবস্ক্রাইবাররা এর আগাম প্রদর্শনী উপভোগ করতে পারবে।
প্রায় তিন দশক ধরে ‘টাইটানিক’ জাপানের টপ-৩ তালিকায় জায়গা ধরে রেখেছিল। ‘ফ্রোজেন’-এর মতো হিট ছবিও সেটিকে হারাতে পারেনি। তবে ডেমন স্লেয়ার তা করেছে একবার নয়, দুইবার। ২০২০ সালে মুক্তি পাওয়া ‘মুগেন ট্রেন’ ১ নম্বর স্থানে উঠে আসে-এবার ‘ইনফিনিটি ক্যাসল’ টাইটানিককে আরো নিচে নামিয়ে দিয়েছে।
ডেমন স্লেয়ার : কিমেটসু নো ইয়াইবা দ্য মুভি-ইনফিনিটি ক্যাসল
মাত্র ৩৮ দিনে ২৮.০৮ বিলিয়ন ইয়েন আয় এবং প্রায় দুই কোটি দর্শক টেনে এনেছে ছবিটি। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া টাইটানিক এত বছর ধরে ২৭.৭৭ বিলিয়ন ইয়েন আয় করেছিল। শুধু জাপান নয়, বিশ্বব্যাপীও সমান সাড়া ফেলছে ‘ইনফিনিটি ক্যাসল’ ছবিটি। আন্তর্জাতিক মুক্তির আগেই মার্কিন প্রি-সেলে ইতিহাস গড়ে ‘ইনফিনিটি ক্যাসল’ হয়ে উঠেছে সর্বাধিক বিক্রিত অ্যানিমে ফিল্ম।
কোইহারু গোতৌগের মাঙ্গা অবলম্বনে তৈরি এই অ্যানিমে এরই মধ্যে পপ কালচারের শক্তিশালী অংশে পরিণত হয়েছে। ‘ইনফিনিটি ক্যাসল’ ট্রিলজি দিয়ে সিরিজের অ্যানিমে অভিযোজন শেষ হবে।
আরেকটি বড় চমক হলো, হলিউড অভিনেতা চ্যানিং টাটাম এবং রেবেকা ওয়াং এবার যোগ দিয়েছেন ছবিটির ইংরেজি ডাব ভার্সনে। টাটাম কণ্ঠ দিয়েছেন নতুন চরিত্র কেইজোতে, যা তার প্রথম বড় অ্যানিমে চরিত্র। অন্যদিকে কোইউকি চরিত্রে কণ্ঠ দিয়ে ভয়েস অ্যাক্টিংয়ে অভিষেক করলেন রেবেকা।
সব মিলিয়ে ‘ডেমন স্লেয়ার : ইনফিনিটি ক্যাসল’ এখন শুধু জাপানের নয়, পুরো বিশ্বের অ্যানিমে ইতিহাসে এক নতুন অধ্যায় লিখছে।