Logo
×

Follow Us

বিনোদন

সিনেমার অপেক্ষায় মিম চৌধুরী

Icon

তারেক মোহাম্মদ

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪

সিনেমার অপেক্ষায় মিম চৌধুরী

মিম চৌধুরী

অভিনয়, নাচ, উপস্থাপনা-সব মাধ্যমেই মিম চৌধুরীর সরব উপস্থিতি। চুটিয়ে কাজ করছেন ধারাবাহিক ও খণ্ড নাটকে। সঞ্চালনায় ছড়াচ্ছেন মুগ্ধতা। কিছুদিন আগে কত্থক নৃত্যের বিচারকের দায়িত্ব পালন করেছেন এই গ্ল্যামারকন্যা।

মিম বলেন, ‘নাচ আমার সবচেয়ে পছন্দের জায়গা। আমার প্রথম ভালোবাসা। নাচ দিয়েই ক্যারিয়ার শুরু করেছি। মাঝে বিরতি পড়ে গিয়েছিল। এখন আবার শিবলী মোহাম্মদ স্যারের কাছে ক্লাস করছি। অভিনয় করে সময় বের করা কঠিন। তার পরও নাচের ক্লাস বাদ দিচ্ছি না।’

২০১২ সালে ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ রিয়ালিটি শোতে দ্বিতীয় হয়ে শোবিজে পা রাখেন মিম। দুই বছর পর ‘ভালোবাসা এক্সপ্রেস’ ছবিতে অভিনয় করেন তিনি। সে ছবিতে ছিলেন মেগাস্টার শাকিব খানও। ফের কবে সিনেমায় ফিরবেন এমন প্রশ্নে মিমের সহাস্য উত্তর, ‘আমি অনেক ছোট বয়সে সিনেমায় অভিনয় করেছিলাম। সেটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক সিনেমা। এখন বাণিজ্যিক সিনেমার ভাষা বদলে গেছে। নাটকের মানুষজনই কাজ করছে। এ ধরনের বাণিজ্যিক ও নতুন সিনেমা করার অপেক্ষায় আছি।’

বর্তমানে মিম অভিনীত তিনটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “মাছরাঙ্গা টেলিভিশনে প্রচার হচ্ছে শামীম জামানের ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। আরটিভিতে দেখা যাচ্ছে রুলীন রহমানের ‘মায়ার বাঁধন’। এনটিভিতে শামস করিম পরিচালিত ‘৭ কিলো ১ গ্রাম’ প্রচার হচ্ছে। মজার বিষয় হচ্ছে তিনটি নাটকেই আমার বিপরীতে আছেন মোশাররফ করিম। তার সঙ্গে অভিনয় উপভোগ করি। তিনি প্রচুর বই পড়েন। আমিও বই পড়তে পছন্দ করি। তাই বই নিয়ে আলোচনা করি তার সঙ্গে। তিনি আগ্রহ নিয়ে মানুষের সঙ্গে মিশতে পারেন। অভিনয়ের সময় পরামর্শ দেন। খুব ভালো লাগে। আমাদের জুটি দর্শক পছন্দ করে। যেখানেই যাই মানুষজন আমার অভিনীত নাটকের কথা বলে।”

ধারাবাহিকের পাশাপাশি একক নাটকেও মিমের পদচারণে উল্লেখযোগ্য। তার অভিনীত ‘বয়রা বউ’, ‘বউ একটা প্যারা’, ‘কপালপোড়া মেয়ে’, ‘চাপাবাজ বউ’, ‘বউয়ের প্রতিশোধ’, ‘অফিসারের বউ’ ইত্যাদি নাটক ভিউয়ের দৌড়ে বেশ এগিয়ে। 

কিছুদিন আগে ‘সোহাগ ড্যান্স ট্রুপ স্বর্ণ মুকুট নৃত্যরত্ন পুরস্কার’-এ বিচারকের দায়িত্ব পালন করেন মিম। সে বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আমি ক্লাসিক্যাল নৃত্য শিখেছি। কত্থক চর্চা বেশি করেছি। সে জায়গা থেকে সোহাগ ভাই আমাকে বিচারকের আসনে বসিয়েছেন। অন্যরকম ভালো লাগা কাজ করেছে। প্রথমবার বিচারকের আসনে বসেছি। তখন মনে হচ্ছিল বড় হয়ে গেছি।’

বর্তমানে একাধিক অনুষ্ঠান সঞ্চালনা করছেন মিম। গ্লোবাল টিভিতে মিউজিক্যাল শো করছি, বাংলাভিশনে এন্টারটেইনমেন্ট শো চলছে। এ ছাড়া নানা ইভেন্টেও উপস্থাপনা করছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫