Logo
×

Follow Us

বিনোদন

সঞ্জয়-ঐশ্বরিয়া জুটি সাফল্য পায়নি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪

সঞ্জয়-ঐশ্বরিয়া জুটি সাফল্য পায়নি

সঞ্জয় দত্ত ও ঐশ্বরিয়া রাই বচ্চন বলিউডের দুই জনপ্রিয় নাম। নিজেদের ক্যারিয়ারের মধ্য গগনে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দুজনই। সঞ্জয় দত্ত গত চার দশক ধরে ইন্ডাস্ট্রি শাসন করছেন। মাধুরী, শ্রীদেবী, কাজলের মতো অনেক বড় অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন এই অভিনেতা। তবে ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করে তেমন সাফল্য পাননি তিনি। তাদের একসঙ্গে করা দুটি ছবির মধ্যে একটি বক্স অফিসে একেবারেই মুখ থুবড়ে পড়ে।

সঞ্জয়ের চেয়ে ১৪ বছরের ছোট ঐশ্বরিয়া। এ জুটির ফ্লপ সিনেমাটি হলো ‘শব্দ’। ২০০৫ সালে এটি মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছিলেন লীনা যাদব। ১০ কোটি টাকার বাজেটে নির্মিত ‘শব্দ’ তার বাজেটের মাত্র অর্ধেক আয় করে। কিছু অন্তরঙ্গ দৃশ্যও দেখা গেছে এই ছবিতে। এর পরও ছবিটি চলেনি। অনেকের মতে, তাদের রসায়ন দর্শকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি বলেই সিনেমাগুলো সাড়া ফেলতে ব্যর্থ হয়।

সঞ্জয় ও ঐশ্বরিয়া এর আগে ‘হাম কিসি সে কাম নেহি’ ছবিতে কাজ করেছিলেন। সিনেমাটি ২০০২ সালে মুক্তি পায়। ‘হাম কিসি সে কাম নেহি’ ছবিতে ঐশ্বরিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। বড় মাপের তারকা উপস্থিত থাকায় সিনেমাটি ব্যাবসায়িকভাবে ভালো করলেও সঞ্জয়-ঐশ্বরিয়া জুটির রসায়ন আলাদাভাবে আলোচিত হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫