Logo
×

Follow Us

বিনোদন

ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদের সিনেমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৮

ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদের সিনেমা

চলতি বছর শুরুর দিকে ঘোষণা হয়েছিল, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান দীর্ঘদিন পর বলিউডে ফিরছেন ‘আবির গুলাল’ ছবির মাধ্যমে। তার সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। রোমান্টিক-কমেডি ঘরানার এই ছবি তার জন্য বড় প্রত্যাবর্তন হিসেবে ধরা হচ্ছিল; কারণ ২০১৬ সালের উরি সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের সাংস্কৃতিক সম্পর্কের টানাপড়েন শুরু হয় এবং পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

চলতি বছর কাশ্মীরের পেহেলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েন আবারও তীব্র হয়। ফলে তার ‘আবির গুলাল’ ছবির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয় এবং ছবিটির মুক্তি আটকে যায়। এদিকে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজও পাকিস্তানি অভিনেতাদের ওপর নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করে।

ভারতীয় প্রেক্ষাগৃহে ‘আবির গুলাল’ মুক্তির তারিখ ছিল ৯ মে। তবে ১২ সেপ্টেম্বর ছবিটি ভারত ছাড়া বিশ্বব্যাপী মুক্তি পায়। শোনা যায়, ছবিটি ২৬ সেপ্টেম্বর ভারতে মুক্তি পাবে। কিন্তু প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) একটি প্রতিবেদন অনুসারে, ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে না।

পিআইবির অফিশিয়াল এক্স হ্যান্ডেলে ভারতে ‘আবীর গুলাল’ মুক্তির বিষয়ে একটি নতুন টুইট পোস্ট করেছে। এতে ভারতে ‘আবীর গুলাল’-এর মুক্তির নতুন তারিখ উল্লেখ করে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। স্ক্রিনশটটি শেয়ার করে পিআইবি লিখেছে, ‘অনেক সংবাদমাধ্যম দাবি করছে, ফাওয়াদ খান ও বাণী কাপুরের ছবি ‘আবীর গুলাল’ ২৬ সেপ্টেম্বর ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর কোনো সত্যতা নেই। ছবিটি এখনো ছাড়পত্র পায়নি।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫