
আইশা খান
এই প্রজন্মের জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী আইশা খান। বিটিভিতে প্রচার হচ্ছে তৌকির আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ধূসর প্রজাপতি’। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আইশা। সঞ্চালনা করছেন মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র অডিশন রাউন্ড। তার মাঝে চলছে একক নাটকের শুটিং। সবমিলিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ উচ্ছ্বল তরুণী।
আইশা বললেন, ২০১৯ সালে মাছরাঙার ‘ম্যাজিক বাউলিয়ানা’ দিয়ে প্রথম রিয়েলিটি শো উপস্থাপনা করি। সেবার ছিলাম সহ-উপস্থাপক। এরপর ২০২২ সালে অডিশন রাউন্ডে উপস্থাপনা করেছিলাম। অতপর এবার অডিশন ও মূল পর্ব সঞ্চালনা করছি। খুবই ভালো লাগছে। শিকড়ের কাছে ফিরে যাওয়ার চেয়ে আনন্দ আর হয় না। গতবার আক্ষেপ করে বলেছিলাম, আগামী দিনে সুযোগ দিলে যেন পুরো সিজনের দায়িত্ব দেওয়া হয়। অডিশন শেষ করে বিদায় নিয়ে আসার সময় কষ্ট হয়।
আইশা সাধারণত ধারাবাহিক নাটকে অভিনয় করেন না। ‘ধূসর প্রজাপতি’ যার ব্যতিক্রম। এর কারণ জানতে চাইলে তিনি বললেন, তৌকির ভাইয়ের নির্দেশনায় কাজ করার লোভ সামলাতে পারিনি। তা ছাড়া শুনেছিলাম এটা মাত্র ২৬ পর্বের। ধারাবাহিকে কাজ করতে আমার ভয় লাগে।
তিনি আরো বলেন, মাত্র ১৩ দিনে শুটিং শেষ করেছি। সংলাপ ও চিত্রনাট্য নব্বই দশকের স্বাদ পাচ্ছে দর্শক। যারা দেখছে তারা নস্টালজিক হয়ে পড়ছে। প্রচার হলে বেশি দর্শক নাটকটি দেখার সুযোগ পেত।
উপস্থাপনা দিয়ে আইশার ক্যারিয়ার শুরু হয়েছিল। তিনি অভিনয় নিয়মিত করলেও উপস্থাপক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি বলেন, অভিনয় কঠিন। প্রতিটি চরিত্রে নতুন একটি মুখোশ পরতে হয়। একটি চরিত্রে ডুবে থাকতে হয়। হয়তো অভিনয়ের মজা আমি আস্বাদন করতে পারিনি। অন্যদিকে উপস্থাপনা আমার আরামের জায়গা।
উপস্থাপনা ও অভিনয়ের মাঝে সিনেমায়ও হাজির হয়েছেন আইশা। এরই মধ্যে অভিনয় করেছেন ‘ভয়াল’ ও ‘শিকড়’ সিনেমায়। প্রথমটি মুক্তি পেলেও দ্বিতীয়টি এখনো মুক্তি পায়নি। সিনেমা প্রসঙ্গে আইশার ভাষ্য, আমার সিনেমা ভাগ্য খারাপ। হয়তো ভালো করতে পারছি না। দর্শকের কাছে পৌঁছাতে পারছি না। এমন সিনেমায় কাজ করতে চাই, যেখানে প্রোডাকশন হাউস সিনেমাটির প্রতি সুবিচার করবে। ঠিকমতো প্রচার করবে, যেন দর্শক সিনেমাহলে আসে।
তিনি আরো বললেন, ‘দর্শক হিসেবে আমি চাই শাকিব খান, সিয়াম আহমেদ, শরীফুল রাজের সিনেমার পাশাপাশি নারীনির্ভর, পারিবারিক গল্পের সিনেমা থাকুক। সাউথ ইন্ডিয়ায় কিন্তু সব ধরনের সিনেমা থাকে। আমাদের হয়তো কোনো কমতি আছে। সিনেমা হিট হচ্ছে না। পাকিস্তানের ইন্ডাস্ট্রিতে দেখা যায়, যিনি সিরিয়ালে কাজ করছেন তিনি ওটিটি ও সিনেমায় কাজ করলেও দর্শক তাকে দেখছে। আমাদের একটি ধারণা হয়ে গেছে, নাটকে অর্থাৎ বিনে পয়সার কনটেন্টে দর্শকের সামনে এলে তিনি সিনেমায় কাজ করলে দর্শক দেখবে না। এ ধারণা থেকে বের হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা উচিত। যেমন-শাকিব খান ও মোশাররফ করিম। তারা যেটিই করেন দর্শক লুফে নিচ্ছে। এমন মানসিকতা সবার থাকা প্রয়োজন।’
সবশেষে আইশা জানান, তিনি ‘ম্যাজিক বাউলিয়ানা’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এটির কাজ শেষ করে এনটিভির রিয়েলিটি শো ‘বিউটি এক্সপার্ট’ সঞ্চালনা করবেন। আর মাঝে মাঝে করবেন একক নাটক।