Logo
×

Follow Us

বিনোদন

গান থেকে সরে দাঁড়াবেন তাহসান

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৫

গান থেকে সরে দাঁড়াবেন তাহসান

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। গানের ক্যারিয়ারের পাশাপাশি অভিনয়েও প্রশংসা কুড়ান তিনি। তবে এর মধ্যে অভিনয় থেকে বিরতি নিয়েছেন। গত বছর তিনি বলেছিলেন, ‘আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। কখনো কখনো নিজেকেই নিজের বিরতি নিতে হয়। কাজ একঘেয়ে হয়ে গেলে, ভালো কাজ না হলে তখন থেমে যাওয়া জরুরি।’

এবার গান থেকেও সরে দাঁড়াবেন বলে জানান তিনি। তাহসান বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখানে একটি কনসার্টে অংশ নিয়ে স্টেজে উঠে বলেন, ‘এটাই আমার শেষ কনসার্ট। অভিনয় থেকে বিরতি নিয়েছি। এবার মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’ তিনি আরো বলেন, ‘আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি।’

তাহসান সংগীতে ২৫ বছর উদযাপনে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন। সেপ্টেম্বরে ক্যাঙ্গারুর দেশে পাঁচটি কনসার্ট করছেন তিনি। বিশেষ এই কনসার্ট ট্যুর শুরু করেন ৬ সেপ্টেম্বর। এদিন অ্যাডিলেডে পারফর্ম করেন তাহসান। এরপর ৭ সেপ্টেম্বর গাইলেন ব্রিসবেন, সিডনিতে ১৩ সেপ্টেম্বর, মেলবোর্নে ২০ সেপ্টেম্বর এবং পার্থে গাইবেন ২৭ সেপ্টেম্বর। ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে সংগীতে পথচলা শুরু তাহসানের। বন্ধুদের সঙ্গে ১৯৯৮ সালে ‘ব্ল্যাক’ গঠন করেন তিনি। ব্যান্ডের হয়ে গেয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। এরপর ২০০৪ সালে সোলো অ্যালবাম ‘কিছু কথা’ দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নেন। পরে একক শিল্পী হিসেবে এবং ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। তার গাওয়া ‘চোখে চোখে কথা হতো’, ‘ভালোবেসে কেউ ভুল করো না’, ‘যদি কোনো দিন’, ‘চলে যাও তবে’ ইত্যাদি গান বহু হৃদয়ে দাগ কেটেছে।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫