
সাজিয়া সুলতানা পুতুল
‘ক্লোজআপ ওয়ানখ্যাত’ সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গানে গানে ১৯ বছর কাটছে তার। বর্তমানে গান নিয়েই তার ব্যস্ততা। আধুনিক গানের পাশাপাশি পুতুল নোয়াখালীর আঞ্চলিক গান করছেন। এরই মধ্যে তিনটি গান প্রকাশ করেছেন তিনি।
জন্মসূত্রে এ তারকা বৃহত্তর নোয়াখালী জেলার মেয়ে। তাই নোয়াখালীর আঞ্চলিক গানের প্রতি তার বেশ আগ্রহ আছে বলে জানান। পুতুল বলেন, ‘নোয়াখালীর আঞ্চলিক গানগুলো অধ্যাপক হাশেমের গান। উনার গানগুলো নতুন করে গেয়েছি। পরবর্তী সময়ে এই গানগুলোর মিউজিক ভিডিও করব। গানগুলোর জন্য ভালো সাড়া পাচ্ছি। সত্যি বলতে আমাদের দেশে সব ধরনের গানেরই শ্রোতা রয়েছে।’
পুতুল তার গানে একটা নিজস্ব ধারা তৈরি করেছেন। নিজে সুর করেন, নিজে গান লেখেন। এটার নাম দিয়েছেন ‘পুতুল গান’। এটা তার জন্য একটি চ্যালেঞ্জ ছিল বলে জানান।
গানের বাইরে পুতুল উপস্থাপনাও করেন। বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এদিকে তার ‘পুতুলঘরে আত্মকথন’ নামের অনুষ্ঠানটি ১০০ পর্ব প্রচার করা হয়েছে। তিনি বলেন, ‘পুতুলঘরে আত্মকথন’ অনুষ্ঠানে সব অঙ্গনের বিশিষ্ট মানুষ অতিথি হয়ে এসেছেন। এটিও আমার ক্যারিয়ারে বড় একটি ঘটনা।’