Logo
×

Follow Us

বিনোদন

নতুন প্রেমে কেটি পেরি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৫:৩২

নতুন প্রেমে কেটি পেরি

নতুন প্রেমে মজেছেন সংগীত জগতের জনপ্রিয় তারকা কেটি পেরি। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ফের চর্চায় তিনি। মাস তিনেক আগে মন্ট্রিয়লের একটি রেস্তোরাঁয় তাদের একান্ত নৈশভোজ নিয়ে যেমন চমক তৈরি হয়েছিল, এবার সেই চর্চায় যেন নতুন মাত্রা যোগ করল তাদের সাম্প্রতিক ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ছবি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় কেটির ব্যক্তিগত ইয়টে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেই মুহূর্তগুলোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যা নিয়ে চলছে তুমুল আলোচনা।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ইয়টে কেটিকে কালো সাঁতারের পোশাকে দেখা যায়। আর ট্রুডো ছিলেন শার্টবিহীন। দুজনকে একে অপরকে আলিঙ্গন ও চুম্বন করতে দেখা গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে বুঝতে পারিনি তিনি কাকে সঙ্গে নিয়ে এসেছেন, কিন্তু যখন লোকটির হাতে থাকা ট্যাটু দেখলাম তখনই চিনতে পারলাম এ তো জাস্টিন ট্রুডো!

উল্লেখ্য, জাস্টিন কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ২০২৫ সালের মার্চ মাসে। তবে তার স্ত্রী সোফি গ্রেগরের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে দুই বছর আগে। ২০২৩ সালে, ১৮ বছরের সম্পর্কের ইতি টানেন দুজনে। জাস্টিন তিন সন্তানের বাবা। অন্যদিকে কেটি ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্কে ছিলেন। দুজনের বাগদান হয়েছিল। এমনকি তাদের পাঁচ বছরের এক কন্যাসন্তানও রয়েছে। জুনের শেষেই তারা সেপারেশনের কথা ঘোষণা করেন। তার এক মাসের মধ্যেই কেটিকে দেখা গেল কানাডার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে।

এদিকে বেশ কয়েক মাস আগেই এ তারকা রেকর্ড করেন। মার্কিন ধনকুবের তথা অ্যামাজনের মালিক জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিনের বানানো রকেটে মহাকাশে ঘুরে এসেছেন কেটি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫