গেল ঈদে ‘ইনসাফ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় আসেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ঈদের সিনেমাগুলোর মধ্যে এটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। বিশেষ করে ফারিণের লুক ও অ্যাকশন দর্শকের প্রশংসা কুড়ায়। শুধু ঢালিউডের সিনেমাই নয়, ওপার বাংলার সিনেমায়ও অভিষেক হয়েছে এই অভিনেত্রীর। নির্মাতা অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ সিনেমার মধ্য দিয়ে কলকাতায় অভিষেক ঘটে এ নায়িকার।
সব মিলিয়ে দুই বাংলায় নিজের প্রথম সিনেমা যাত্রায় বেশ সাড়া জাগিয়েছেন ফারিণ। অনেকেই মনে করছেন, সিনেমায় এই অভিনেত্রী আরো এগিয়ে যাবেন। তবে ঈদের সিনেমার পর দর্শকের প্রত্যাশা বাড়লেও নতুন কোনো সিনেমার খবর এখনো অভিনেত্রী দিতে পারেননি। এর মধ্যে নির্মাতা সঞ্জয় সমাদ্দার ‘ইনসাফ-২’ নির্মাণের কথা জানালেও অভিনেত্রীর ভাষ্য, তিনি সিনেমাটি সম্পর্কে কিছু জানেন না।
এদিকে গুঞ্জন উঠেছে শাকিব খানের ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’তে ফারিণের থাকার সম্ভাবনা প্রবল। এই ছবির তিন নায়িকার একজন হতে চলছেন তিনি। ইধিকা পালের কথা আগে শোনা গেলেও এবার বিভিন্ন সূত্রে মোটামুটি নিশ্চিত দ্বিতীয় নায়িকা হচ্ছেন ফারিণ। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
প্রায় চার মাস আগে এক পুরস্কারের মঞ্চে উপস্থাপনা করছিলেন ফারিণ। সঙ্গী ছিলেন অভিনয়শিল্পী আফরান নিশো। একটা পর্যায়ে মঞ্চে পুরস্কার নিতে ওঠেন শাকিব খান। মঞ্চে কথা বলার এক পর্যায়ে ফারিণ ইচ্ছা পোষণ করেন কিং খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের। গুঞ্জন সত্যি হলে ফারিণের সেই ইচ্ছাও পূরণ হবে।
সিনেমার বাইরে ফারিণ তার ভক্তদের নতুন খবর দিলেন। অভিনেত্রী থেকে এবার প্রযোজকের খাতায় নাম লিখছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভক্তদের কাছে তার প্রযোজনা প্রতিষ্ঠানের নামও চেয়েছেন। বর্তমান ব্যস্ততা সম্পর্কে ফারিণ বলেন, ‘এখন আমার প্রযোজনা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত আছি। এখান থেকে নতুন কিছু কাজ করার পরিকল্পনা করছি। অন্যদিকে বলার মতো কোনো কাজ নেই। তবে নতুন বছরে হয়তো ভালো সংবাদ দিতে পারব।’
গত বছর ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ‘রঙে রঙে রঙিন হব’ দিয়ে গানেও পরিচিতি পান ফারিণ। এতে তার সহশিল্পী ছিলেন তাহসান খান। চলতি বছরের শেষের দিকে ফারিণ আবারও গান নিয়ে আসছেন বলে জানান। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ করবেন তিনি। এর মধ্যে গানটির কাজ শেষ করেছেন অভিনেত্রী। তবে এখনই এ নিয়ে বেশি কিছু বলতে চান না তিনি।
