শাহরুখ খান
বলিউড বাদশা শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল ২ নভেম্বর। এ দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় কোনো তারিখ নয়, শাহরুখ ভক্তদের জন্য এটি ঈদ কিংবা দিওয়ালি। মান্নতের ব্যালকনিতে শাহরুখের এক ঝলক দর্শনের জন্য সারা বছর ধরে অপেক্ষায় থাকে তারা।
এবার জন্মদিনে শাহরুখের প্রথম চমক ছিল ‘কিং’ সিনেমার ঝলক। এ সিনেমার টিজারে বলিউড-প্রেমীদের চমকে দিয়েছেন তিনি। ১ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওতে অন্য রকম রূপে ধরা দিলেন তিনি। তার ছবির লুকে এরই মধ্যে ঘায়েল অনুরাগীরা। কালো পোশাক, কানে দুল, ধূসর চুল, নাক দিয়ে রক্ত পড়ছে, মুখে তাসের কিং। শাহরুখের অন্য অবতারের আভাস পেল ভক্তরা।
টিজার শুরু হতেই শাহরুখের গলায় শুনতে পাওয়া গেল, ‘কতজনকে মেরেছি মনে নেই। তারা ভালো ছিল বা খারাপ সেটাও জিজ্ঞাসা করিনি কোনো দিন। আমি শুধু তাদের চোখে দেখেছি-এটাই তাদের শেষ নিঃশ্বাস, যার কারণ শুধু আমি। এক হাজার অপরাধ, ১০০ দেশে আমার বদনাম, ভয় পাইনি, ভয় পাইয়েছি।’
টিজারে আবার এক নতুন শাহরুখকে দেখলেন দর্শক। একের পর এক মানুষকে অবলীলায় মেরে চলেছেন তিনি। নেপথ্যে লেখা রয়েছে সেখানে শুধু একজনই থাকবে, একজনই রাজা থাকবে, যাকে সবাই বলে ‘কিং’।
শাহরুখের এই নতুন লুক দেখে ‘জওয়ান’ ছবির কথা স্মরণ করেছেন অনেকে। অন্যদিকে অনেকেই বুঝতে পারছেন না এই ছবিতে নেতিবাচক চরিত্রে নাকি ইতিবাচক চরিত্রে অভিনয় করছেন। তবে যে চরিত্রই তিনি অভিনয় করুন না কেন, এই সিনেমাটি যে একটা আদ্যোপান্ত অসাধারণ ছবি হতে চলেছে তা টিজারের কয়েক সেকেন্ডেই প্রমাণ মিলেছে।
‘ডাঙ্কি’ ছবিতে শেষবার বড় পর্দায় দেখা গেছে শাহরুখকে। তার দীর্ঘ ক্যারিয়ারের তালিকায় নতুন সংযোজন হতে চলছে আসন্ন ছবি ‘কিং’। এতে তার সঙ্গে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে মেয়ে সুহানা খানকে। পাশাপাশি এই ছবিতে শাহরুখের সঙ্গে আরো একবার জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। ছবিটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
চমকের পাশাপাশি এবার শাহরুখ ভক্তদের হতাশও করলেন। ভক্তরা সারা দিন অপেক্ষায় ছিলেন কখন তাদের প্রিয় নায়ক দেখা দেবেন। কিন্তু জন্মদিনের সন্ধ্যায় মান্নতে পৌঁছালেও ভক্তদের দর্শন দেননি তিনি। যদিও সামাজিক মাধ্যমে এক ভক্তের প্রশ্নের জবাবে শাহরুখ আগেই বলেছিলেন, এবার জন্মদিনেও মান্নতে ভক্তদের সঙ্গে দেখা হবে তার। কিন্তু কথা রাখতে পারেননি অভিনেতা! ৬০তম জন্মদিনে তাই ফ্যানদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ। এদিন তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কর্তৃপক্ষ আমাকে পরামর্শ দিয়েছে যে আমি বাইরে বেরোতে পারব না এবং আপনাদের অভিবাদন জানাতে পারব না, যারা আমার জন্য অপেক্ষা করছেন। আমি সবার কাছে ক্ষমা চাইছি। তবে আমাকে জানানো হয়েছে যে ভিড় নিয়ন্ত্রণের কারণে এবং প্রত্যেকের সামগ্রিক সুরক্ষার জন্য এটা জরুরি।’
তিনি আরো লেখেন, ‘এটা বোঝার জন্য আপনাদের ধন্যবাদ এবং বিশ্বাস করুন, আমি আপনাদের বেশি মিস করব, আপনারা যতটা করবেন তার থেকে বেশি। আপনাদের সবাইকে দেখার এবং ভালোবাসা ভাগ করে নেওয়ার অপেক্ষায় ছিলাম। আপনাদের সবাইকে ভালোবাসি।’
