Logo
×

Follow Us

বিনোদন

ওটিটিতে ইয়াশ-তটিনী

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৪১

ওটিটিতে ইয়াশ-তটিনী

প্রতীকী ছবি

ওটিটির জন্য নতুন সিনেমা নির্মাণ করলেন নির্মাতা শিহাব শাহীন। নাম ‘তোমার জন্য মন’। এতে অভিনয় করছেন এ সময়ের জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।

মোশন পোস্টার ট্রেলার প্রকাশ করে ২ নভেম্বর। ৬ নভেম্বর চরকিতে ‘তোমার জন্য মন’ সিনেমাটি মুক্তি পাবে। নির্মাতা জানান, তিনি যে রকম গল্প বলতে চেয়েছেন সেখানে এমন একটা জুটি প্রয়োজন ছিল, যাদের মধ্যে কাজ নিয়ে ও কাজের বাইরে এক রকম বোঝাপড়া আছে। তেমন অনস্ক্রিন জুটি খুঁজতে গিয়ে তিনি নির্বাচন করেছেন ইয়াশ ও তটিনীকে। 

‘তোমার জন্য মন’ মফস্বলে বেড়ে ওঠা দুই তরুণের সম্পর্কের গল্প। এটা একটা ফিল গুড রোমান্টিক গল্পের কনটেন্ট। এ সিনেমায় আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, অতিথি চরিত্রে সালাহউদ্দিন লাভলুসহ অনেকে।

শিহাব শাহীন বলেন, ‘এই সিনেমার শুটিং হয়েছে যশোরে। নতুন একটা লোকেশন, নতুন ইমেজ পাওয়া যাবে। তবে এমন না যে চরিত্রগুলো যশোরের ভাষায় কথা বলবে। নতুন কিছু করার জন্যই আমাদের এ চেষ্টা। কক্সবাজারেও হয়েছে কিছু দৃশ্যের চিত্রায়ণ।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫