Logo
×

Follow Us

বিনোদন

আজম খানের ‘উচ্চারণ’,মঞ্চ মাতাবে আবারও

Icon

এন আই বুলবুল

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৯

আজম খানের ‘উচ্চারণ’,মঞ্চ মাতাবে আবারও

আজম খান

‘গুরু’ আজম খান ১৯৭২ সালে তার বন্ধুদের নিয়ে ‘উচ্চারণ’ ব্যান্ড গঠন করেন। সে বছরই বিটিভিতে প্রচারিত ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ আর ‘চার কলেমা সাক্ষী দেবে’ গান দুটি তাকে জনপ্রিয় করে তোলে। তবে বিভিন্ন কারণে ব্যান্ডটিতে বেশ কয়েকবার ভাঙন ধরে। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ঠিকই ‘উচ্চারণ’ ব্যান্ড নিয়েই ছিলেন আজম খান।

গুরুর মৃত্যর পর গেল কয়েক বছর ব্যান্ডটির কার্যক্রম বন্ধ হয়ে আছে। ব্যান্ডসংগীত পিপাসুদের জন্য সুখবর হলো ‘উচ্চারণ’ ব্যান্ড আবার নতুনভাবে যাত্রা শুরু করছে।

পুনর্গঠিত হলো ‘উচ্চারণ’

১৯৭২ সালে ‘উচ্চারণ’ ব্যান্ড শুরুর পর ’৭৫-এ এসে আবার লাইনআপ পরিবর্তন হয়। এ ব্যান্ডের দ্বিতীয় যাত্রায় আসেন পিয়ারু খান ও দুলাল। তারা সে সময় ‘উচ্চারণ’-এর সঙ্গে দুই বছরের মতো ছিলেন বলে জানান পিয়ারু খান। নতুন এই যাত্রায় আবার হাল ধরলেন সেই পিয়ারু খান, দুলালসহ আরো কয়েকজন। বর্তমান উচ্চারণ ব্যান্ডের লাইনআপÑদুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), সেকান্দার আহমেদ খোকা (বেস গিটার), পেয়ারু খান/বাপ্পী (ড্রামস), পার্থ মজুমদার (লিড গিটার) এবং প্রেম (কিবোর্ড)।

নতুন ঘোষণা

৮ নভেম্বর ব্যান্ড ‘উচ্চারণ’ এবং আজম খানের পরিবার ও কুল এক্সপোজার কমিউনিকেশনস একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চারণ ব্যান্ডের সব সদস্য, ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার ও ম্যানেজার এজাজ রহমান। চুক্তিতে উচ্চারণ ব্যান্ডের পক্ষ থেকে স্বাক্ষর করেন ব্যান্ডলিডার দুলাল জোহা, আজম খানের পরিবারের পক্ষ থেকে তার কন্যা অরনি খান এবং কুল এক্সপোজারের পক্ষ থেকে এজেন্সির সিইও এরশাদুল হক টিংকু।

চুক্তি অনুযায়ী, আজম খানের পরিবার তার নাম, ছবি ও সৃষ্টির সব কপিরাইট এবং মালিকানা বজায় রাখবে। ‘উচ্চারণ’ ব্যান্ড তার গান পরিবেশন ও প্রচারে সক্রিয় থাকবে। কুল এক্সপোজার পরিচালনা করবে প্রচার, রয়্যালটি ব্যবস্থাপনা, কনসার্ট ও বাণিজ্যিক কার্যক্রম। 

দুলাল বলেন, ‘এই চুক্তি শুধু উচ্চারণের জন্য নয়, বরং আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুনভাবে বিশ্বে তুলে ধরার এক ঐতিহাসিক পদক্ষেপ। আমরা তার গানগুলোকে শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিতে চাই।’ ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর ‘উচ্চারণ’ দেশে ও দেশের বাইরে একাধিক লাইভ কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তাদের বেশ কিছু টেলিভিশন লাইভও প্রচারিত হবে।

আজম খান

আজম খানের জন্ম ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি আজিমপুরে। জন্ম আজিমপুরে হলেও বেড়ে ওঠেন কমলাপুরে। স্কুলে পড়ার সময় পিটিতে সবার সঙ্গে গান গাইতেন। এসব গান মনেও রাখতে পারতেন তিনি। এক সাক্ষাৎকারে আজম খান বলেছিলেন, ‘আমি গান শুনে হুবহু গাইতে পারতাম। অনেকের কাছে এটা বিস্ময়কর ছিল।’

৫ জুন ছিল পপ গুরু আজম খানের মৃত্যুবার্ষিকী। ২০১১ সালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ৬১ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫