Logo
×

Follow Us

বিনোদন

বাঁক বদলের সময়ে শানু

Icon

তারেক মোহাম্মদ

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৫:৫০

বাঁক বদলের সময়ে শানু

প্রথম লাক্স চ্যানেল আই সুপারস্টার শানারেই দেবী শানু। অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবে পাঠক-শুভাকাক্সক্ষীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে ব্যস্ত সময় কাটছে শুটিং সেটে। মুঠোফোনে যখন আলাপ হচ্ছিল তখন তিনি দীপ্ত টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-এর সেটে।

কুশল বিনিময় শেষে নতুন কাজ নিয়ে জানতে চাইলে শানু বলেন, ‘মাত্র ধারাবাহিকটির শুটিং শুরু করলাম। আসছে জানুয়ারিতে ধারাবাহিকটি প্রচার শুরু হতে পারে। এই ধারাবাহিকের শুটিং করতে এসে নব্বই দশকের পারিবারিক গল্পের আবহ খুঁজে পাচ্ছি। প্রজন্মের পরিবর্তন, জেন-জির সঙ্গে চিন্তাভাবনার মতবিরোধ, পুরোনো ট্র্যাডিশনের মধ্যে নতুনকে ধারণ, পরিবারের সদস্যদের মাঝে সম্পর্কের দ্বন্দ্ব-এসব নিয়ে গল্প এগিয়েছে। নাটকটি দেখে বার্তা পাবে দর্শক।’ 

কথার মধ্যে শানু যোগ করলেন, ‘আমি লন্ডনে দীর্ঘদিন থাকার পর দেশে ফিরেছি। এ পরিবারের পুত্রবধূ হয়ে এসেছি। নাম লুবনা রশিদ। আমার বিপরীতে আছেন শতাব্দী ওয়াদুদ। শাশুড়ির চরিত্রে আছেন ডলি জহুর। কয়েকটি প্রজন্মের সম্পর্ক দেখানো হয়েছে গল্পে। অনেক দিন পর এমন কাজ করছি।’

এদিকে শানু বিটিভির ধারাবাহিক নাটক ‘জল জে‌াছনা’তে অভিনয় করেছেন। নাটকটি পরিচালনা করেছেন সোহেল আরমান। কিছুদিন আগে সিনেমা হলে মুক্তি পায় শানু অভিনীত দীর্ঘ ধারাবাহিক ‘সাত ভাই চম্পা’। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটক হিসেবে কাজটি শুরু করেছিলাম। কিন্তু ক্যানভাস ছিল সিনেমার চেয়েও বিশাল। সাত বছর আগের কাজ। এ সময়ে অনেক কিছু বদলে গেছে। প্রথম দিন সিনেমা হলে গিয়েছিলাম। কাজটি চলচ্চিত্র হিসেবে দর্শকের কাছে পৌঁছেছে বলে ভালো লাগছে।’

শানু এর আগে কাজ করেছিলেন ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে। এত বছর পর ফের বড় পর্দায় এলেন তিনি। সিনেমায় দেখা না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বললেন, ‘বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে নায়িকা হয়ে ওঠার জায়গায় হয়তো বা নির্মাতাদের আস্থা অর্জন করতে পারিনি। আমার ফিল্ম ভাগ্য একটু কম। তা ছাড়া ইন্ডাস্ট্রিতে নতুন শিল্পী এসেছে। বাঁক বদলের সময়ে দাঁড়িয়ে আমি নিজেকে শিল্পী মনে করি। সব ধরনের চরিত্রেই কাজ করতে চাই।’

২০০৫ সালে ক্যারিয়ার শুরু করে শানু কাটিয়ে দিয়েছেন দুই দশক। তার ভাষ্য, “২০ বছর পেরিয়ে গেছে মনেই নেই। ‘পরম্পরা’র শুটিং করতে এসে নতুন প্রজন্মের শিল্পীদের দেখে বিষয়টি মনে পড়ে গেল। আমি প্রতিনিয়ত শিখি। শেখার কোনো বয়স নেই। আগামীর জন্য নিজেকে প্রস্তুত করি। প্রতিটি কাজ নতুনভাবে দেখি।”

প্রতি বইমেলায় নিয়ম করে শানুর গ্রন্থ প্রকাশিত হয়। আসছে বইমেলার অনিশ্চয়তার মাঝেও নিজের মতো করে লেখালেখি চালিয়ে যাচ্ছেন তিনি। কলকাতার অভিযান পাবলিশার্সে তার কয়েকটি বই পশ্চিমবঙ্গের পাঠকের জন্য প্রকাশিত হয়েছে। তিনি জানান, গত বইমেলার বই ‘বাঘমানুষ’ ও আগের একটি বই ‘আমার একটি তুই চাই’ নতুন করে প্রকাশ করেছে অভিযান পাবলিশার্স। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫