Logo
×

Follow Us

বিনোদন

অসহায়দের ঈদের খাবার ও টাকা দিলেন অনন্ত জলিল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ মে ২০২০, ১০:৪৮

অসহায়দের ঈদের খাবার ও টাকা দিলেন অনন্ত জলিল

অনন্ত জলিল।

রূপালি পর্দার বাইরে অনন্ত জলিল একজন মানবিক মানুষ। বিভিন্নভাবে অসহায় ও দরিদ্রদের অর্থ সাহায্য দেন তিনি। করোনা পরিস্থিতিতেও অসচ্ছলদের কয়েক দফা অর্থ সাহায্য দিয়েছেন তিনি। এবার ঈদের আগে আরো ১৩০০ মানুষের মাঝে খাবার ও টাকা বিতরণ করলেন। 

শুক্রবার (২৩ মে) একটি ভিডিও বার্তার মাধ্যমে অনন্ত জলিল জানিয়েছেন বিষয়টি। ভিডিওটিতে দেখা যাচ্ছে অনন্তের ত্রাণ নিতে জড়ো হয়েছে মানুষ।

অনন্ত জলিল বলেন, ‘আমরা সবাইকে সহযোগিতা করতে চাই। মোহাম্মদপুর থানার আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনারা সুন্দরভাবে ত্রাণ বিতরণের সুব্যবস্থা করে দেন। আজ আমরা যে খাবার বিতরণ করছি এটা আমার ম্যাডামের জাকাত। এছাড়া আমরা গতকাল নগদ অ্যাকাউন্টে ২৫ লক্ষ টাকা জমা দিয়েছি আজ সাড়ে ১২শ মানুষ ২০০০ টাকা করে পেয়ে যাবেন।’

আরো সহায়তা করার আশা ব্যক্ত করে অনন্ত বলেন, ‘আমরা আছি। আমরা আগামীতেও থাকব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে আল্লাহ দিক। আমি যতোদিন বেঁচে থাকব। আমার ফ্যামিলি যতদিন বেঁচে থাকবে- এ কার্যক্রম চলবে। ভালো থাকবেন সবাই।’

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক রাজীব বলেন, ‘ধন্যবাদ আমাদের সম্মানিত নাগরিক অনন্ত জলিল ভাইকে। ধারাবাহিকভাবে গরিব মানুষগুলোকে সহযোগিতা করে যাচ্ছেন তিনি। আমরা থানা থেকে তাকে সহযোগিতা করছি। সবাই মোটামুটি একটা দূরত্ব বজায় রেখে এখানে বসেছে।’

এছাড়া ঈদের আগে এক হাজার ২৫০ জনকে ২০০০ টাকা করে মোট ২৫ লাখ টাকা পাঠিয়েছেন অনন্ত জলিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫