Logo
×

Follow Us

বিনোদন

বলিউডের জন্য প্রস্তুত মিঠুনের মেয়ে দিশানি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ মে ২০২০, ১১:৩৬

বলিউডের জন্য প্রস্তুত মিঠুনের মেয়ে দিশানি

দিশানি চক্রবর্তী।

টালিউড ও বলিউডে ব্যাপক জনপ্রিয় মিঠুন চক্রবর্তী। বাংলা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ১৯৭৬ সালে চলচ্চিত্রে পা রেখেছেন তিনি। এরপর নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে স্থান করে নিয়েছেন বলিউডে।  তার ছেলে মহাক্ষয় চক্রবর্তীও হেঁটেছেন বাবার পথ ধরেই।

শোনা যাচ্ছে, সেই একই পথ অনুসরণ করতে যাচ্ছে তার মেয়ে দিশানি চক্রবর্তীও। বলতে গেলে বলিউডের ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্য একেবারেই প্রস্তুত এই তারকাকন্যা। দিশানির ইনস্টগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা ছবিগুলো দেখলে অন্তত সেটিই বোঝা যায়।

নিউইয়র্কের ফিল্ম একাডেমি থেকে স্নাতক শেষ করেছেন দিশানি। অভিনয়ের প্রতি বেশ আগ্রহও রয়েছে তার। এছাড়া নিজের দারুণ সব ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়ে গেছেন তিনি।

৬৭ বছর বয়সী অভিনেতা মিঠুন অনেক দিন থেকেই অভিনয় থেকে দূরে সরে আছেন। মাস খানেক আগে মাকে হারিয়েছেন তিনি। সব মিলিয়ে তার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫