
সাইফ আলী খান।
ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তুলতে বলিউড তারকারা রান্না করছেন বিশেষ খাবার। তাদের মধ্যে সাইফ আলী খান আরেকটু এগিয়ে। এই ঈদে নিজ হাতে বিরিয়ানি রান্না করেছেন তিনি।
তার স্ত্রী কারিনা কাপুর খান জানান, ঈদের আগের দিন থেকে শুরু হয়েছে তাদের রান্নার প্রস্তুতি। স্বামী সাইফের হাতের মাটন বিরিয়ানি ভীষণ মজার বলেও জানান তিনি।
তবে ঈদের আগেই ইনস্টাগ্রামে বিরিয়ানির ছবি শেয়ার করেছেন কারিনার বোন কারিশমা কাপুর। সেই ছবি পাল্টা শেয়ার করেন কারিনা।
রবিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে মাটন বিরিয়ানির একটি ছবি শেয়ার করেন কারিশমা। যেখানে বিরিয়ানির আধ-খাওয়া প্লেট দেখা যায়। ওই ছবির নিচেই কারিনা লেখেন, সাইফ নাকি সবচেয়ে ভালো বিরিয়ানি তৈরি করতে পারেন। তার হাতের মটন বিরিয়ানি ভীষণ মজাদার। শুধু তাই নয়, বিরিয়ানির সেরা শেফের তকমাও সাইফকে দেন কাপুর-কন্যা।