
সাত বছরের প্রেমের পর এবার প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরত ফারিয়া। ১ লা মার্চ গোপনে বাগদান সম্পন্ন করলেও তা প্রকাশ করলেন ৮ জুন রাতে।
সোমবার (৮ জুন) এক ফেসবুক স্ট্যাটাসে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।
এক ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় পরিবার ও বন্ধুদের সহযোগিতায় সাত বছরের প্রেম ২০২০ সালের মার্চে পরিপূর্ণতা পেয়েছে। আমরা একতাবদ্ধ।’
তবে নুসরাত ফারিয়া এখনই তার হবু বরকে নিয়ে বিস্তারিত কিছু জানাননি। ফারিয়ার এক ঘনিষ্টজন জানান, ফারিয়ার হবু বরের নাম ইফতেখার আলম। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
জানা গেছে, করোনাভাইরাসের দুর্দিন কাটলেই বেশ জমকালো আয়োজনে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তিনি।
মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়ার চলচ্চিত্রে পদার্পণ ঘটে ২০১৫ সালে। যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে তিনি রূপালি জগতে পা রাখেন। ফারিয়া অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পায় ‘শাহেনশাহ’।এটি মুক্তি পায় ৬ মার্চ। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার কাজ নিয়ে। আর শিহাব শাহীনের ‘যদি...কিন্তু...তবুও’ ছবির শুটিং শুরু করেও করোনার জন্য বন্ধ করে দিতে হয়েছিলো।