Logo
×

Follow Us

বিনোদন

আশরাফুলের বায়োপিকে অভিনয় করতে চান সিয়াম

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ জুন ২০২০, ১১:৪০

আশরাফুলের বায়োপিকে অভিনয় করতে চান সিয়াম

ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বায়োপিকে অভিনয় করতে চান মডেল ও অভিনেতা সিয়াম আহমেদ। 

সম্প্রতি এক ফেসবুক লাইভে ভক্তদের মুখোমুখি হন এই তারকা। সেখানে এ কথা জানান সিয়াম। 

এই বিষয়ে সংবাদমাধ্যমকে সিয়াম বলেন, আশরাফুল ভাইকে নিয়ে বায়োপিক হলে আর আমাকে যদি অভিনয়ের প্রস্তাব দেয়া হয় আমি অবশ্যই করবো। তবে এর আগে চাইবো আশরাফুল ভাইয়ের উত্থানটা যেমন ছিলো, ঠিক তেমনই যেন ক্যারিয়ার শেষের অধ্যায় হয়। আমি চাই তিনি দ্রুত জাতীয় দলে ফিরুন, তারপর ঝলমলে কিছু ইনিংস উপহার দিন। তার বিদায়টাও যেন হয় রাজকীয়।

করোনার দিন কেমন যাচ্ছে এই প্রশ্নের উত্তরে সিয়াম বলেন, এই তো নতুন কোনো খবর নেই। বাসাতেই আছি, কোথাও বেরোচ্ছি না

সম্প্রতি একাধিক ক্রিকেটারের বায়োপিক নিয়ে কথা উঠেছে ঢাকায়। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা জানান, নিজের বায়োপিক হলে আরিফিন শুভকে চাইবেন নাম ভূমিকায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫