Logo
×

Follow Us

বিনোদন

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সরোজ খান

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২০, ১৬:৩৮

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সরোজ খান

সরোজ খান ।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বিখ্যাত নৃত্য পরিচালক সরোজ খান (৭১)। তিনি এখন বান্দ্রার গুরু নানক হাসপাতালে আছেন।

পিটিআই জানিয়েছে, ‘তিনি এখন ভালো আছেন। হাসপাতালে নেয়ার সময় শ্বাসকষ্ট ছিল। কভিড-১৯ পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। তারপরও সতর্ক থাকতে হবে।’ 


১৯৭৪ সাল থেকে বলিউডে কাজ শুরু করেন সরোজ খান। তবে আলোচনায় আসেন ১৯৮৭ সালের দিকে। বলিউডে পা রাখার পর একের পর এক জনপ্রিয় ছবিতে কাজ করেন তিনি। এখন পর্যন্ত তিনি ২ হাজারের বেশি গানে কাজ করেছেন।

সরোজ খানকে ‘মাস্টারজি’ বলে ডাকেন অনেকে। মাধুরী দীক্ষিত, ঐশ্বর্য রাই বচ্চন, করিনা কাপুর খান, কঙ্গনা রানাউত, বলিউডের প্রথম সারির সব অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন তিনি। তিনি তিনটি জাতীয় পুরস্কারও লাভ করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫