Logo
×

Follow Us

বিনোদন

ভুতুড়ে বিলের হানা, হতবাক জয়া

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ০৯:১৭

ভুতুড়ে বিলের হানা, হতবাক জয়া

বিদ্যুৎ বিলের কারণে সীমাহীন ভোগান্তিতে ঢাকা ও ঢাকার বাইরের সাধারণ মানুষ। করোনাকালে অনেকের বাসায় যে বিদ্যুৎ বিল আসছে তাকে অস্বাভাবিক বলছেন কেউ কেউ। প্রতি মাসে আবাসিক একটি বাড়ির সাধারণত যে বিদ্যুৎ বিল আসত, তা চলতি মাসে এক বছরের বিদ্যুৎ বিলের সমান বলেও অভিযোগ অনেকের। এ তালিকায় রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও।

জয়া আহসানের এবার বিদ্যুৎ বিল এসেছে ২৮ হাজার ৫০০ টাকা, যা দেখে রীতিমতো হতবাক এই অভিনেত্রী। ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। 

গতকাল সকালে তিনি লিখেছেন, বিদ্যুৎ বিল আসছে ২৮ হাজার ৫০০ টাকা! কিভাবে সম্ভব! আজকে লাস্ট ডেট বিল দেয়ার।

জয়া আহসানের ভাষ্য, এর আগেও ১৬ হাজার টাকা বিল এসেছে, যা আগে নরমাল বিল আসত পাঁচ থেকে সাত হাজার টাকা। এবার এত বেশি আসছে তা বুঝতে পারছি না।

বিদ্যুৎ বিল নিয়ে শুধু বাংলাদেশে নয়, সোচ্চার ভারতীয় তারকারাও। সম্প্রতি ‘থাপ্পড়’ খ্যাত অভিনেত্রী তাপসী পান্নুও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন। 

তার অভিযোগ, গেলো মাসে কোনো বিদ্যুৎ খরচ না করেও তার ফাঁকা বাসায় এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৩৬ হাজার টাকা, যা এপ্রিল মাসে ৪৩৯০ টাকা, মে মাসে ৩৮৫০ টাকা আসে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫