Logo
×

Follow Us

বিনোদন

প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান আর নেই

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ১০:৫৮

প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান আর নেই

বলিউডের বিখ্যাত কোরিয়োগ্রাফার সরোজ খান (৭১) বৃহস্পতিবার মধ্যরাতে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে সরোজ খানের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে তার মেয়ে।

গত ২০ জুন শ্বাসকষ্ট নিয়ে বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি হয়েছিলেন সরোজ। কভিড-১৯ টেস্ট করা হলে রিপোর্ট নেগেটিভ এসেছিল। মূলত ঠান্ডা লাগার জন্যই তাঁর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল। গত ২৪ জুন অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

প্রায় চার দশক ধরে দুই হাজারের বেশি গানে কোরিওগ্রাফি করেছেন। তিনবার জাতীয় পুরস্কার জয়ী সরোজ ২০১৯ সালে ‘কলঙ্ক’ ছবিতে মাধুরী দীক্ষিতের গানে শেষবারের মতো কোরিওগ্রাফি করেছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫