Logo
×

Follow Us

বিনোদন

এফডিসিতে ৫ লাখ টাকা দিলেন অনন্ত-বর্ষা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ জুলাই ২০২০, ২২:৫৫

এফডিসিতে ৫ লাখ টাকা দিলেন অনন্ত-বর্ষা

অসচ্ছল শিল্পীদের সহায়তার জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তহবিলে পাঁচ লাখ টাকা অনুদান দিলেন অনন্ত জলিল ও বর্ষা। 

শনিবার (১১ জুলাই) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতির কার্যালয়ে গিয়ে সমিতির সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ হস্তান্তর করেন তারা। 

বিষয়টি নিশ্চিত করেন সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান। তিনি জানান, শিল্পী সমিতির তরফ থেকে অনন্ত জলিলকে সমিতির তহবিলে অর্থ জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। আগেই তিনি পাঁচ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছিলেন। এবার এসে সেই অর্থ নগদ প্রদান করলেন। 

এছাড়াও চলচ্চিত্রের ২০০ নিম্ন আয়ের শিল্পী ও কলাকুশলীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন অনন্ত-বর্ষা।

এর আগে করোনা পরিস্থিতিতে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এ তারকা জুটি। এমনকি তার ভক্তদেরও ২৫ লাখ টাকা দিয়েছেন তিনি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫