Logo
×

Follow Us

বিনোদন

করোনা আক্রান্ত ঐশ্বরিয়া-আরাধ্য হাসপাতালে ভর্তি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৯:৫৫

করোনা আক্রান্ত ঐশ্বরিয়া-আরাধ্য হাসপাতালে ভর্তি

অবস্থার অবনতি হওয়ায় করোনা আক্রান্ত ঐশ্বরিয়া রায় ও মেয়ে আরাধ্যকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  

শুক্রবার (১৭ জুলাই) রাতে তাদের মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

এর কয়েক দিন আগে ঐশ্বরিয়া-আরাধ্য প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হন। অবস্থা স্থিতিশীল থাকায়, তারা হোম আইসোলেশনে ছিলেন।

বলিউডে করোনার থাবা পড়েছে। এর আগে গত ১১ জুলাই করোনা আক্রান্ত হয়ে নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। এখনো সেখানেই আছেন তারা। 

১১ জুলাই নিজের করোনা আক্রান্তের খবর জানিয়ে অমিতাভ বচ্চন বলেন, গত ১০ দিনে তার সংস্পর্শে যারা যারা এসেছেন তারা যেন করোনা পরীক্ষা করেন। অভিষেকও নিজেই জানান করোনা আক্রান্ত হওয়ার কথা। তবে করোনা আক্রান্ত অমিতাভ বচ্চনের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে মুম্বাই হাসপাতাল। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫