Logo
×

Follow Us

বিনোদন

করোনা আক্রান্ত শিল্পী দম্পতি রামেন্দু-ফেরদৌসী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ১৫:৩২

করোনা আক্রান্ত শিল্পী দম্পতি রামেন্দু-ফেরদৌসী

এবার করোনা আক্রান্ত হলেন জনপ্রিয় শিল্পী দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার। রামেন্দু মজুমদার নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

রামেন্দু মজুমদার জানান, তারা দুজনই বাসায় আইসোলেশনে আছেন।

১৪ জুলাই প্রথম ফেরদৌসীর করোনা উপসর্গ দেখা দেয়। পরে ১৮ জুলাই টেস্ট করা হলে রেজাল্ট পজিটিভ আসে। এক সপ্তাহ পর রামেন্দু মজুমদারেরও জ্বর জ্বর অনুভব হয়। টেস্ট করানোর পর  পজিটিভ আসে।

তবে, তবে করোনার উপসর্গ পুরোপুরি না সারলেও দুইজনই এখন ভালো আছেন বলে জানান রামেন্দু মজুমদার।

মঞ্চের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই দম্পতি। শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার রামেন্দুকে ২০০৯ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। এছাড়া শিল্পকলায় অবদানের জন্য ফেরদৌসী মজুমদারও অর্জন করেছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫