Logo
×

Follow Us

বিনোদন

শাহরুখের অফিসেই আইসিইউ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ১২:৩০

শাহরুখের অফিসেই আইসিইউ

এবার অফিসেই আইসিইউর ব্যবস্থা করলেন শাহরুখ খান। সম্প্রতি শাহরুখ স্ত্রী গৌরী খানের তত্ত্ববধানে অফিসেই আপদকালীন সুবিধে দেওয়ার জন্য ১৫টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হল।

অতিমারির মোকাবিলায় শাহরুখ খান অনেক দিন আগেই বৃহন্মুম্বাই প্যৗরসভার হাতে তুলে দিয়েছিলেন তার খারের অফিস। এত দিন তা ব্যবহার করা হচ্ছিল কোয়রান্টিন সেন্টার হিসেবে। স্ত্রী গৌরী খান নিজেই অফিসের ইন্টিরিয়র বদলে অফিসটিকে কোয়রান্টিন সেন্টারের রূপ দেন। বার সেই  বেডের সঙ্গে যুক্ত হলো অক্সিজেন সিলিন্ডার ভেন্টিলেটরের সুবিধে।

এদিকে, এখানে ভর্তি কোয়রান্টিনের রোগীদের শিফট করা হয়েছে অন্য আইসোলেশন সেন্টারে। এর আগে এই কোয়রান্টিন সেন্টারে ভর্তি ৬৬ জন রোগীর মধ্যে প্রায় ৫৪জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫