
অভিনয়ের সুবাদে অনেক বার বিয়ের আসনে বসলেও এবার বাস্তব জীবনের জুটি বাধঁলেন মডেল ও অভিনেতা সাব্বির আহমেদ।
মাগুরার মেয়ে নাসরুমা নাসির বিথীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। মাগুরা সরকারি কলেজে অনার্স পড়ুয়া বিথী ব্যবসায়ী মো. নাসিরউদ্দিন বাবুর মেয়ে। পাত্রীর নিজ বাড়ী মাগুরা শহরতলী পারনান্দুয়ালী গ্রামে সোমবার (২৪ আগস্ট) দুই পরিবারের উপস্থিতে তাদের বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
হঠাৎ করেই বিয়ে করা প্রসঙ্গে সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরেই মনের মতো কাউকে পাচ্ছিলাম না, যে কারণে বিয়েও করা হয়ে উঠছিল না। সবকিছু মিলিয়ে যখন বিথীর সঙ্গে আমার পরিচয়ের পর কথা হয় তখন তা পরিবারের সঙ্গে শেয়ার করি।
পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। বিথী একজন ভালো মনের মানুষ। আমার কাজকে অনেক শ্রদ্ধা করে। আমি যেন তাকে নিয়ে সুখী হতে পারি- এ দোয়া চাই সবার কাছে। করোনার প্রকোপ কমলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন এ অভিনেতা।
এদিকে গেল ঈদে সাব্বির আহমেদ নাজমুল রনির ‘টু ইডিয়টস’ এবং মহিন খানের ‘ভারপ্রাপ্ত স্বামী’ নাটকে অভিনয় করেন। ঈদের পর এখনও তিনি অভিনয়ে ফেরেননি।
মাগুরার ছেলে অভিনেতা সাব্বির বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ফারুকুল ইসলাম ছোট ছেলে। তিনি ২০০৭ সালে প্রেম সৈনিক নাটকের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। এর পর একাধারে ৫০০টি নাটকে তিনি অভিনয় করেছেন। এছাড়া ২০টি টিভিসি ও দুইটা চলচ্চিত্রে অভিনয় করেছে সাব্বির আহমেদ। মিউজিক ভিডিও-নাটকে কাজ করে পেয়েছেন সাফল্যও।