কিংবদন্তি ইনগ্রিড বার্গম্যান জন্ম-মৃত্যু দিনে শ্রদ্ধা...........

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ২০:২৮

কিংবদন্তি ‘জোয়ান অব আর্ক’ খ্যাত হলিউডের সুইডিশ অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যান। ইনগ্রিড বার্গম্যান জন্মেছিলেন ১৯১৫ সালের ২৯ আগস্ট সুইডেনের রাজধানী স্টকহোমে। আর মারা যান ১৯৮২ সালের একই দিন।
১৯৪২ সালে ইনগ্রিড অভিনীত দ্বিতীয় বিশ্বযুদ্বের অবলম্বে নির্মিত মার্কিন ক্ল্যাসিক রোমান্টিক ড্রামা ছবি ‘ক্যাসাব্লাঙ্কা’র জন্য অস্কার আসরে আটটি বিভাগে মনোনয়ন পায় আর সেরা সিনেমা, পরিচালক ও চিত্রনাট্য বিভাগে পুরস্কার জয় করে সিরেনমাটি।
এই সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেন ইনগ্রিড বার্গম্যান। সিনেমাটিতে এই তারকা অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছিলেন তার স্বামী অভিনেতা রবার্তো রসেলিনি।
এছাড়াও আলফ্রেড হিচককের নটোরিয়াস, স্পেলবাউন্ড, জর্জ ক্যুকরের গ্যাসলাইট-এর মতো সিনেমায় ইনগ্রিড বার্গম্যানের অভিনয় একইসাথে সমালোচকের প্রশংসা এবং দর্শকদের সমাদর দুই-ই কুঁড়িয়েছিল।
১৯৪৬ সালের গ্যাসলাইট চলচ্চিত্রের জন্য আবারও সেরা অভিনেত্রীর অস্কার লাভ করেন তিনি। ১৯৯৯ সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট তাকে ক্ল্যাসিকাল আমেরিকান সিনেমার জগতে সর্বকালের চতুর্থ সেরা কিংবদন্তি হিসেবে মনোনীত করেছে।
আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট তাদের সর্বকালের সেরাদের তালিকায় তাকে রেখেছে চারে। অমর অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যানের জন্মশতবর্ষকীতে ২০১৫ সালে তাকে শ্রদ্ধা জানিয়ে সাজানো হয়েছিলো কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার। ১৯৩২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত অনেক ছবি এবং সেগুলোর পোস্টারের শোভা বেড়েছিল ইনগ্রিডের মুখখানার সুবাদে।
নানা চড়াই উৎরাই পার করে ১৯৮২ সালের আজকের দিনে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ইংল্যান্ডের লন্ডনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।