Logo
×

Follow Us

বিনোদন

অসুস্থ হয়ে আবারও হাসপাতালে নায়ক ফারুক

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৮

অসুস্থ হয়ে আবারও হাসপাতালে নায়ক ফারুক

আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন চিত্রনায়ক ও সাংসদ ফারুক।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দ্বিতীয় দফায় ফারুকের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

এর আগে ১৬ আগস্ট শরীরে জ্বর নিয়ে চিত্রনায়ক ফারুক করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হন। সে সময় দুই দফায় তার করোনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসলে কয়েদিন হাসপাতালে থাকার পর বাসায় ফেরেন তিনি। বাসায় ফেরার সপ্তাহখানেক পরই আবার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। গতকাল সোমবার (৩১ আগস্ট) রাতে অবস্থা ক্রমেই অবনতির দিকে গেলে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকের পরামর্শে ভর্তিও করা হয়।

চিত্রনায়ক ফারুক ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হয় বড় পর্দায়।  এরপর ‘আবার তোরা মানুষ হ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘সারেং বৌ’, মিয়া ভাই’সহ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫