Logo
×

Follow Us

বিনোদন

‘লিওনার্দোর সঙ্গে রাত না কাটানো জীবনের সবচেয়ে বড় ভুল’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০১৯, ২০:৪৫

‘লিওনার্দোর সঙ্গে রাত না কাটানো জীবনের সবচেয়ে বড় ভুল’

হুইটনি পোর্ট ও লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবি: সংগৃহীত

টেলিভিশনের রিয়ালিটি তারকা হুইটনি পোর্ট দাবি করেছেন, এক দশক আগে টাইটানিক তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও তাকে রাত কাটানোর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
এ ঘটনার এক দশক পর আক্ষেপে পুড়ছেন হুইটনি। দ্য হিলস-এর তারকা হুইটনি বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম। আমি কোনও দিন এমন ওয়ান নাইট স্ট্যান্ড কাটাইনি। আমি ওর সঙ্গে একা থাকতে চাইনি... আমি অসম্ভব ভয় পেয়েছিলাম এবং তার পরই সুযোগ হারিয়ে ফেললাম এবং এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’
তার শো দেখার পর ডিক্যাপ্রিওর সঙ্গে একটি পার্টিতে হুইটনির দেখা হয়। সেখানে ফোন নম্বর আদান-প্রদান হয়। কয়েক মাস ম্যাসেজ বক্সে কথা বলার পর ডিক্যাপ্রিও তাকে ডেটে ডেকেছিলেন। ডেটের পর ডিক্যাপ্রিওর সঙ্গে তাঁর বাড়িতে যেতে চান কি না, সেই প্রস্তাবও দেওয়া হয় হুইটনিকে। 
এই তারকার আক্ষেপ, বেশ কয়েক বছর ধরে এই গল্প সবাইকে বলতে চেয়েছিলেন তিনি। কিন্তু অনেককে বলেই বুঝেছেন যে কেউ বিশ্বাস করছেন না তার কথা।
হুইটনি পরে টিম রোজম্যানের সঙ্গে বিবাহ বন্ধনে জড়িয়েছেন। তাঁদের আড়াই বছরের একটি ছেলে রয়েছে। অন্যদিকে, ডিক্যাপ্রিও অভিনেত্রী ক্যামিলা মোরনের সঙ্গে ডেট করছেন বলে খবর বেরিয়েছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫