
ছিলেন শিশুশিল্পী। পেয়েছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। এবার হাজির হচ্ছেন নায়িকা হিসেবে। ছোট থেকে বড় হওয়া বা ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল উপমা দিঘীর ক্ষেত্রেই প্রযোজ্য।
সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয়ের মাধ্যমে নায়িকাজীবন শুরু করেছেন দিঘী। শুরুতেই সমালোচনার মুখে পড়েছেন নিজের ওজন ও ফিটনেস নিয়ে।
এবার সেদিকেই নজর দিয়েছেন দিঘী। এ কারণে তিনি জিমে ভর্তি হয়েছেন। প্রতিদিন নিয়ম করে দুই ঘণ্টা ব্যায়াম করছেন। খাদ্যাভ্যাসেও এনেছেন পরিবর্তন।
এ বিষয়ে দিঘী জানান, দেড় মাসেরও বেশি সময় ধরে জিমে যাচ্ছি। ট্রেনারের পরামর্শ মেনে চলায় ফলও পাচ্ছি। অনেক ব্যস্ততার ফাঁকেই জিমে সময় দিই। এটা নিয়মিত চালিয়ে যেতে চাই।
দিঘী আরো জানান, এরই মধ্যে পাঁচ কেজি ওজন কমিয়েছেন তিনি। আরো কমানোর লক্ষ্যে তিনি কাজ করছেন।
প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেছেন দিঘী। কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনেও। সেসব কাজ শিশুশিল্পী হিসেবে দিঘীকে এনে দিয়েছে খ্যাতি। এবার নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন তিনি। তাই সবার প্রত্যাশা পূরণে কাজ করছেন তিনি।