Logo
×

Follow Us

বিনোদন

শাকিবকে খোঁচা, নায়কই মনে করেন না আফ্রি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ১৮:৩৬

শাকিবকে খোঁচা, নায়কই মনে করেন না আফ্রি

গেল এক যুগ ধরে ঢাকাই সিনেমার রাজত্ব করে চলেছেন শীর্ষ নায়ক শাকিব খান। অথচ এই নায়ককে নাকি নায়কই মনে করেন না মডেল ও অভিনেত্রী আফ্রি সেলিনার।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে অংশ নিয়ে এভাবেই সরাসরি নিজের অবস্থান ব্যক্ত করলেন এ মডেল। 

অভিনেতা শাহরিয়ার নাজিম জয় আফ্রির কাছে জানতে চান- জনপ্রিয় অথচ এমন একজন অভিনেতার নাম বলুন যাকে আপনার নায়কই মনে হয় না। সেই প্রশ্নে আফ্রির সোজাসাপ্টা উত্তর, শাকিব খান। 

আর এমন মন্তব্যে এই অভিনেত্রীর উপর ক্ষিপ্ত হন শাকিব ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানারকম তর্ক বিতর্ক চলতে দেখা যায়। শাকিব খান সম্পর্কে এই মন্তব্য করে নেটিজেনদের তীর্যক মন্তব্যের মুখে পড়েছেন আফ্রি।

ঐ অনুষ্ঠানে বাংলাদেশি ও কলকাতার দর্শকদের রুচিগত পার্থক্য নিয়ে এক প্রশ্নের জবাবে সেলিনা আফ্রি বলেন, দুই দেশের দর্শদকের পার্থক্য তো অবশ্যই আছে। কলকাতার দর্শকরা একটা জিনিস আগে দেখে তারপর একটা মন্তব্য করে। কিন্তু বাংলাদেশের দর্শকরা না দেখেই একটা মন্তব্য করে চলে যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫