
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির ৪৫ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে জায়গা পেয়েছেন শোবিজের একঝাঁক তারকা।
বৃহস্পতিবার দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটির কার্য মেয়াদ ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত।
কমিটিতে বিনোদন জগতের যেসব তারকারা আছেন তার মধ্যে রয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর, সাবেক প্রতিমন্ত্রী অভিনেত্রী তারানা হালিম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চয়ন ইসলাম, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা ফেরদৌস আহমেদ, জায়েদ খান, হারুনুর রশিদ, এহসানুল হক মিনু, সংগীতশিল্পী রফিকুল আলম এবং শুভ্র দেব।
এদিকে, দলটির কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য হিসেবে নাম ঘোষণার পর ফেরদাউস জানান, অসাধারণ এ অনুভূতি অল্পকথায় বোঝানো যাবে না। দেশের প্রাচীনতম দল আওয়ামী লীগের সক্রিয় সদস্য হতে পেরেছি বলে গর্ববোধ করছি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়ে জায়েদ খান বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতিক বিষয়ক উপ-কমিটিতে আমাকে সদস্য মনোনীত করায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এবং আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি,আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট নাট্যনির্দেশক মঞ্চসারথী আতাউর রহমান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।